বর্ধমান, 13 জুন: পূর্ব বর্ধমান জেলায় থাকবে না কোনও ভাঙা রাস্তা বা কাঁচা রাস্তা । নতুন করে চারটি রাস্তা পাকা তৈরির করার কাজ শুরু করবে জেলা পরিষদ । ইতিমধ্যে মোট 25 কিলোমিটার রাস্তা পাকা করার জন্য 18 কোটি টাকা বরাদ্দ হয়েছে । আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ৷
শুক্রবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী স্বপন দেবনাথ । সেখানেই জেলার বেহাল রাস্তা-ঘাট নিয়ে আলোচনা হয় ৷ জেলা পরিষদ সূত্রে খবর পূর্ব বর্ধমান জেলার গলসি, রায়না, মন্তেশ্বর সহ বেশ কিছু এলাকার রাস্তার অবস্থা খুবই বেহাল । ইতিমধ্যে রাস্তা সারাইয়ের দাবিতে গলসির শিকারপুর, পারাজ সহ বেশ কিছু এলাকায় মানুষ বিক্ষোভ দেখিয়েছে ৷ বর্ষা আসায় রাস্তা খারাপের কারণে মানুষজন আরও উত্তপ্ত হয়ে উঠেছেন । তাই সেইসব রাস্তাগুলি পুনরায় সারানোর কাজ করা হবে বলে আশ্বাস দেন মন্ত্রী ৷ তিনি বলেন সমস্ত রাস্তাঘাট পাকা করা হবে ।