আউশগ্রাম (পূর্ব বর্ধমান), 8 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের দিন সকাল থেকে উত্তপ্ত রাজ্যের বিভিন্ন জেলা ৷ জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের আউশগ্রামে তৃণমূল ও সিপিএম সংঘর্ষে এক সিপিএম কর্মী আহত হন ৷ পরে তাঁর মৃত্যু হয়েছে ৷ মৃতের নাম রাজিবুল হক (32) ৷ গতকাল পূর্ববর্ধমানের আউশগ্রামের অমরপুর পঞ্চায়েতের বিষ্ণুপুরে ভোটকর্মীদের সামনেই দুই গোষ্ঠীর বচসা শুরু হয় ৷ এরপর তা মারামারিতে পৌঁছয় ৷
এই ঘটনায় দু'পক্ষের চারজন আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে তৃণমূল কংগ্রেসের এবাদত শেখ ও সিপিএমের রাজিবুল শেখকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ৷ অবস্থার অবনতি হলে পরে রাজিবুলকে কলকাতায় স্থানান্তরিত করা হয় ৷ সেখানে শনিবার সকালে রাজিবুলের মৃত্যু হয় ৷ অভিযোগ, বিষ্ণুপুর প্রাথমিক স্কুলে তিনটি বুথ আছে ৷ সেখানে ভোটকর্মীরা পৌঁছে যাওয়ার আগেই সিপিএম-তৃণমূল কর্মীরা বুথে পৌঁছে যায় ৷ সেখানে দুই পক্ষের মধ্যে ঝামেলা বেধে যায় ৷ শুরু হয় হাতাহাতি ৷ লাঠি, বাঁশ দিয়ে মারধরও করা হয়েছে ৷ এই সংঘর্ষের ঘটনায় বাম ও তৃণমূলের মোট চারজন আহত হয়েছন বলে জানা গিয়েছে ৷