খণ্ডঘোষ, 28 নভেম্বর : সরকারি জমিতে তৈরি হচ্ছে শাসকদলের পার্টি অফিস । আর খণ্ডঘোষে দলীয় এই কার্যালয় নির্মাণকে ঘিরে শাসকদলের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে ৷
খণ্ডঘোষে সরকারি জমিতে তৃণমূলের দলীয় কার্যালয় নির্মাণ করা হচ্ছে । স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, রাজ্যের বেশিরভাগ জায়গাতেই সরকারি জমিতে দলীয় কার্যালয় হয় ৷ এখানেও সাধারণ মানুষের স্বার্থে দলীয় কার্যালয় নির্মাণ করা হচ্ছে । সেখান থেকেই গ্রামের সমস্ত মানুষকে পরিষেবা দেওয়া হবে । অথচ জেলা প্রশাসন ও তাঁদের জন প্রতিনিধিরা এই কাজে বাধা দিচ্ছেন । তাঁদের ইঙ্গিত, পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক ও জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে । এই খবর পাওয়ার পর তৃণমূল নেতৃত্বের নির্দেশে সেখানে যান জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু ।
তিনি বলেন, "জেলা প্রশাসন ও দলের জন প্রতিনিধিরা দলীয় এই কার্যালয় নির্মাণে বাধা দিচ্ছেন ৷ খণ্ডঘোষের বিধায়ক এবং দলের খণ্ডঘোষ ব্লক সভাপতি রাজ্য নেতৃত্বের কাছে এই অভিযোগ করেছেন ৷ কিন্তু আমি এবং আমাদের দলীয় কর্মীরা কোনওভাবেই এই কাজ বন্ধ করতে দেব না । সাধারণ মানুষের স্বার্থেই এই কাজ করা হচ্ছে । তাই পৃথিবীর কোনও শক্তি নেই এই কাজ বন্ধ করে দেবে । খুব তাড়াতাড়ি পার্টি অফিসটা করতে বলেছি ৷"
জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডুর বক্তব্য শাসকদলের অভিযোগ, মঙ্গলবার খণ্ডঘোষে প্রশাসনিক বৈঠক করতে গিয়ে নির্মীয়মাণ তৃণমূল ভবন বন্ধের নির্দেশ দিয়েছেন জেলাশাসক বিজয় ভারতী । বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে ফোনে জেলাশাসক বিজয় ভারতী বলেন, "প্রশাসনিক বৈঠকের জন্য আমি খণ্ডঘোষে গেছিলাম । কিন্তু কোনও নির্মাণ নিয়ে কোনও অভিযোগ আমার কাছে জমা পড়েনি । তাহলে আমি বন্ধের নির্দেশ কী ভাবে দেব?"
জেলা পরিষদের সভাধিপতিও ওই দলীয় কার্যালয় নির্দেশ দেন বলে অভিযোগ ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া ৷ তিনি বলেন, "আমি কোনও দলীয় কার্যালয় বন্ধের নির্দেশ দেইনি ৷ যারা দলে থেকে এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, তারা নোংরামো করছে ৷"