পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বর্ধমানে BJP কর্মীদের মারধর, অভিযুক্ত তৃণমূল

বর্ধমান-দুর্গাপুরের BJP প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমর্থনে ফেস্টুন ও ব্যানার লাগানোয় BJP-র বুথ সভাপতি সহ বেশ কয়েকজন কর্মীকে বন্দুকের বাঁট ও লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে । পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের ঘটনা ।

আহত BJP কর্মী

By

Published : Apr 22, 2019, 11:10 AM IST

মন্তেশ্বর, 22 এপ্রিল : BJP প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমর্থনে ফেস্টুন ও ব্যানার লাগানোয় কয়েকজন কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে । বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয় । অভিযোগ, এরপর BJP বুথ সভাপতি সহ বেশকয়েকজন BJP কর্মীদের ফের মারধর করে তৃণমূল কর্মীরা । তৃণমূল কর্মীরা তাদের বাড়িতে গিয়েও হামলা করে বলে অভিযোগ । পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের ঘটনা ।

শনিবার দলীয় প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমর্থনে মন্তেশ্বরে ফেস্টুন ও ব্যানার লাগাচ্ছিলেন BJP কর্মীরা । সেইসময় তৃণমূল কর্মীরা তাদের মারধর করে বলে অভিযোগ । বিষয়টি তারা গতকাল নির্বাচন কমিশনকে জানান । অভিযোগ, এরপর ফের তৃণমূল কর্মীরা তাঁদের বাড়িতে গিয়ে হামলা চালায় । তাঁদের বন্দুকের বাঁট ও লাঠি দিয়ে মারধর করে । মারধরের পর তাঁদের বাড়ি থেকে না বেরোতেও হুমকি দেয় তারা । পরে BJP-র রাজ্য নেতা অনিন্দ্য গোপাল মিত্র ও সাক্ষীগোপাল ঘোষ তাদের বাড়ি থেকে জখম অবস্থায় উদ্ধার করে মন্তেশ্বর হাসপাতালে ভরতি করেন।

অনিন্দ্য গোপাল মিত্র বলেন, "শনিবার আমাদের কর্মীদের মারধর করে তৃণমূল কর্মীরা । বিষয়টি আমরা নির্বাচন কমিশন ও পুলিশকে জানাই । গতকাল সকালে নির্বাচন কমিশনের প্রতিনিধি মন্তেশ্বরের তুল্য ভাণ্ডারপুরে গিয়ে আমাদের কর্মীদের সঙ্গে কথা বলেন । এরপরে বিকালে আমাদের বুথ সভাপতি অপূর্ব দাসকে মারধর করেন তৃণমূলের কর্মীরা । তারা আমাদের কর্মী একবাল কাসেম শেখ ও তার মা কোহিনূর শেখের বাড়িতে গিয়ে মারধর করে ।"

ABOUT THE AUTHOR

...view details