কালনা, 29 জুলাই: কীর্তনের আসর থেকে ডেকে নিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে খুন করার অভিযোগ উঠল ৷ কাঠগড়ায় এলাকারই এক বিজেপি কর্মী ৷ পূর্ব বর্ধমান জেলার কালনার বৈদ্যপুর আটকেটিয়া গ্রামের ঘটনা (Kalna TMC Murder) ৷ নিহত ব্যক্তির নাম দয়াল হাজরা ৷ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হচ্ছে, নিহত দয়াল হাজরা দলের সক্রিয় কর্মী ছিলেন ৷ তিনি খুব ভালো খোল বাজাতেন ৷ তাই মাঝেমধ্য়েই কীর্তনের আসরে ডাক পড়ত দয়ালের ৷ বৃহস্পতিবার সন্ধেয় এলাকায় কীর্তন চলছিল ৷ দয়াল সেই অনুষ্ঠানে ছিলেন ৷ অভিযোগ, সেখান থেকেই ওই ব্যক্তিকে ডেকে নিয়ে যান কৃষ্ণচন্দ্র হাতি নামে এক বিজেপি কর্মী ৷ এর কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দারা গোঙানির শব্দ শুনতে পান ৷ চারিদিকে খোঁজ করতেই তাঁরা দেখতে পান, গলায় গামছা জড়ানো অবস্থায় পড়ে রয়েছেন দয়াল ৷ ঘটনাস্থল থেকে কৃষ্ণচন্দ্র-সহ বেশ কয়েকজনকে ছুটে পালাতে দেখা যায় ৷ তাঁদের মধ্যে কৃষ্ণচন্দ্রকে দৌড়ে ধরে ফেলেন এলাকাবাসী ৷ পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷