পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বর্ধমানের হাসপাতালে থাকা 4 জনের রিপোর্ট নেগেটিভ , নতুন করে ভরতি 1 - corona symptoms

বর্ধমানের হাসপাতালে কোরোনা সন্দেহে ভরতি থাকা চারজনের রিপোর্ট নেগেটিভ এসেছে । ফের নতুন করে একজনকে কোরোনা সংক্রমণ সন্দেহে ভরতি করা হয়েছে ।

CAMRI
CAMRI

By

Published : Apr 15, 2020, 9:04 AM IST

বর্ধমান, 15 এপ্রিল : কোরোনায় আক্রান্ত সন্দেহে বর্ধমানের গাংপুরের হাসপাতালে ভরতি করা হল একজনকে । গতকাল তাঁকে ভরতি করা হয়। তাঁর সোয়াবের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কলকাতার নাইসেডে পাঠানো হয়েছে । এর আগে যে চারজন ওই হাসপাতালে ভরতি ছিলেন তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গেছে ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, গতকাল ফের নতুন করে একজনকে ভরতি করা হয়েছে । এখনও পর্যন্ত ওই হাসপাতালে পাঁচজন ভরতি আছেন । তবে গত তিনদিনে যে চারজন ভরতি হয়েছেন তাঁদের প্রত্যেকের রিপোর্টে নেগেটিভ এসেছে । গতকাল যাঁকে ভরতি করা হয়েছে তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।

জেলা প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত জেলার মোট ছয়টি কোয়ারানটাইন সেন্টারে মোট 76 জনকে রাখা হয়েছে । এর মধ্যে বর্ধমানের কৃষিভবনে আছেন 68 জন । গত 24 ঘণ্টায় সেখানে নতুন করে আরও ছয়জনকে আনা হয়েছে । এছাড়া বাকিদের রাখা হয়েছে কালনা, কাটোয়া ও আউশগ্রামে ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, যাঁরা কোয়ারানটাইন সেন্টার এবং হোম কোয়ারানটাইনে আছেন তাঁদের উপর স্বাস্থ্যকর্মীরা নজর রাখছেন । কেউ অসুস্থ হলে বা যে কোনও ধরনের উপসর্গ দেখা দিলে তাঁকে প্রথমে কোরোনা হাসপাতালে পাঠানো হচ্ছে । সেখানে পরীক্ষা-নিরীক্ষার পরে প্রয়োজনে কোয়ারানটাইন সেন্টার এবং পরে 14 দিন হোম কোয়ারানটাইনে রাখা হচ্ছে । কোয়ারানটাইন সেন্টারে দিনে দু'বার করে চিকিৎসক এবং নার্সরা তাঁদের পরীক্ষা করছেন ।

ABOUT THE AUTHOR

...view details