পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Adhir on Burdwan Suicide Case : তুহিনার মৃত্যুর বিচার চেয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি অধীরের - Adhir Ranjan Chowdhurys reaction on Burdwan Suicide Case

তৃণমূল কংগ্রেস কর্মী তুহিনা খাতুন পৌরসভা নির্বাচনের ফল ঘোষণার পর আত্মঘাতী হন ৷ অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের দিকে ৷ পরিবারের সঙ্গে দেখা করতে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ তৃণমূল নরখাদকের দল, তুহিনার মৃত্যুর বিচার চেয়ে আদালতে যাব, বললেন অধীর চৌধুরী (Adhir Chowdhury reacts on Burdwan Suicide Case) ৷

adhir chowdhury News
adhir chowdhury

By

Published : Mar 7, 2022, 10:13 PM IST

Updated : Mar 8, 2022, 11:33 AM IST

বর্ধমান, 7 মার্চ : পৌরসভা নির্বাচনের ফল ঘোষণার দিন বর্ধমান শহরের 27 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের একাংশের অত্যাচার সহ্য করতে না পেরে আত্মঘাতী হন দলের কর্মী তুহিনা খাতুন নামে এক তরুণী, এমনটাই অভিযোগ তাঁর পরিবারের । অভিযোগের আঙুল তৃণমূল কাউন্সিলর ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে । ঘটনার পর 5 দিন কেটে গেলেও আজও অধরা মূল অভিযুক্ত । মৃতার পরিবারের অভিযোগ, প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে অভিযুক্ত জয়ী তৃণমূল প্রার্থী । অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপও দেওয়া হচ্ছে তাঁদের । পরিবারের তরফে জানানো হয়, ''দেহ যখন বাড়িতে ছিল, তখনও আমাদের মেরেছে ।''

সোমবার তুহিনা খাতুনের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী । তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেন (Adhir Chowdhury reacts on Burdwan Suicide Case) । পাশাপাশি পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, "এখানে রাজনীতি করতে আসেননি । তাঁরা বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হবেন । আজ পরিবারটি আতঙ্কে দিশেহারা । তাঁরা জানেন না তাঁদের ভবিষ্যৎ কী ৷ আমাদের ঘরের মেয়ে তুহিনা খাতুন, যাঁর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের নেতারা লাগাতার সম্ভ্রমহানি, বেইজ্জত, দৈহিক এবং মানসিক নির্যাতন করা হয়েছিল । তার কারণেই তরুণী আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন । যখন তাঁর দেহ ঘরে ঝুলছিল সেই সময়ও তাঁর ঘরে ঢুকে তাঁর আরও দুই বোনের উপর অত্যাচার চালানো হয়েছে । এরকম ঘটনা কোনও দিন শুনেছি কি আমরা ?"

আরও পড়ুন :Madhyamik Candidates Special Story : বাবার মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে জীবনের প্রথম বড় পরীক্ষায় বসল ঘনশ্যাম এবং জোনাকি

তিনি আরও বলেন, "সাধারণ একটা পরিবারের মেয়ের এইভাবে মৃত্যু আমাদের আঘাত করেছে । তাঁর বাড়ির সামনে ছবি এঁকে তাঁদের খুনের হুমকি দেওয়া হল অথচ আজ পর্যন্ত সেই ছবিগুলো মুছে দেওয়ার কোনও ব্যবস্থা করল না প্রশাসন । এ তো আমরা মধ্যযুগে বাস করছি । মুখ্যমন্ত্রীকে বলব, আপনারই পার্টি করত । কোটি কোটি টাকার বিনিময়ে টিকিট কেনাবেচার বিষফল বইতে হচ্ছে সাধারণ মানুষকে । বিপদের দিনে তৃণমূলের কারও আসা উচিত ছিল । এখনও তাঁদের বাড়িতে তৃণমূলের পতাকা লাগানো আছে । মানুষ আজ বুঝতে পারছে তৃণমূল নামে এই নরখাদক দলটির আসল চেহারা ৷ আমরা ওই পরিবারটির হয়ে কোর্টে যাব আমাদের পক্ষে যেখানে যেখানে যাওয়া সম্ভব আমরা সেটাই করব ।"

Last Updated : Mar 8, 2022, 11:33 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details