কাটোয়া, 14 মার্চ : অমানবিকতার ছবি চোখে পড়ল কাটোয়া হাসপাতালে । হাসপাতালের সামনে গাছের তলায় সন্তানের জন্ম দিলেন এক মহিলা । সাহায্যের জন্য দেখা মিলল না কোনও চিকিৎসক কিংবা নার্সের ।
আরও পড়ুন :তৃণমূলের জমি নষ্ট করা যাবে না, প্রয়োজনে কীটনাশক ব্যবহারের বার্তা স্বপন দেবনাথের
কাটোয়ার বাসিন্দা সেলিনা বিবি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন । স্থানীয় চিকিৎসকের পরামর্শে তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে তাঁর পরিবারের লোকজন । সেখান থেকে সেলিনাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয় । সমস্যার সূত্রপাত ঘটে তখনই । ওই পরিবারের আর্থিক সংগতি না থাকায় তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে অ্যাম্বুলেন্স চায় । সেলিনা বিবির পরিবারের অভিযোগ , অ্যাম্বুলেন্স চাওয়ার পরেই হাসপাতালের তরফ থেকে তাদের স্থানীয় একটি গাছের তলায় অপেক্ষা করতে বলা হয় । এইভাবে প্রায় দুই থেকে তিন ঘন্টা কেটে গেলেও হাসপাতাল কোনও অ্যাম্বুলেন্স পাঠায়নি । অপেক্ষারত অবস্থাতেই প্রসব বেদনা ওঠে সেলিনা বিবির । সেই খবর কাটোয়া হাসপাতালের চিকিৎসকদের জানানোর পরেও কোন চিকিৎসক বা নার্স সাহায্যের জন্য সেখানে যায়নি । এর পরেই সেলিনা বিবি সেখানে তার সন্তান প্রসব করেন ।
আরও পড়ুন :আজ খড়গপুরে শাহি রোড শো, হুইলচেয়ারে হাজরায় থাকছেন মমতা
এই খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে ।হাসপাতালের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করে সেলিনা বিবির পরিবারের লোকজন । খবর পৌছে যায় সংবাদ মাধ্যম গুলিতেও । পরে সাংবাদিকদের সহযোগিতায় সেলিনা বিবিকে হাসপাতালে ভর্তি করা হয় । এ বিষয়ে হাসপাতাল কতৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে তারা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।