পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেমারিতে অক্সিজেনের কালোবাজারি, উদ্ধার 47টি সিলিন্ডার - উদ্ধার 47 সিলিন্ডার

গত 16 তারিখে রান্নার গ্যাসের ডিলার দীপঙ্কর দত্তের গোডাউনে অভিযান চালিয়ে দশটি অক্সিজেন সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয় । এরপর তাঁর পাহাড়হাটির বাড়িতে একটি গোপন গোডাউন থেকে আজ 47 টি জাম্বো সিলিন্ডার উদ্ধার করা হয়েছে ।

অক্সিজেনের কালোবাজারি
অক্সিজেনের কালোবাজারি

By

Published : May 19, 2021, 10:59 PM IST

মেমারি, 19 মে : ফের 47 টি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করল মেমারি থানার পুলিশ । বুধবার মেমারি 2 ব্লকের পাহাড়হাটি এলাকায় একটি গোডাউনে হানা দিয়ে 47 টি জাম্বো সিলিন্ডার বাজেয়াপ্ত করে পুলিশ ।

বর্ধমান দক্ষিণের এস ডিপিও আমিনুল ইসলাম খান বলেন, পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপারের নির্দেশে অক্সিজেনের কালোবাজারি রুখতে অভিযান চালায় পুলিশ । গত 16 তারিখে রান্নার গ্যাসের ডিলার দীপঙ্কর দত্তের গোডাউনে অভিযান চালিয়ে দশটি অক্সিজেন সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয় । সিলিন্ডারগুলি অবৈধভাবে সেখানে মজুদ রাখা ছিল । সেই সিলিন্ডারের কোনও কাগজপত্র তাঁর কাছ থেকে পাওয়া যায়নি । তাঁকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরও চারখানা অক্সিজেন সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয় ।

আরও পড়ুন : সচেতনতা শিকেয়, বিধি রক্ষায় বিধাননগরে কড়াকড়ি পুলিশের

এরপর তাঁর পাহাড়হাটির বাড়িতে একটি গোপন গোডাউন থেকে আজ 47 টি জাম্বো সিলিন্ডার উদ্ধার করা হয়েছে । প্রতিটা সিলিন্ডারই 48 লিটারের ৷ সিলিন্ডারগুলি বাজেয়াপ্ত করে স্বাস্থ্য দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details