জামালপুর , 6 জুন : বাজ পড়ে মৃত্যু হল চারজনের । ঘটনাটি ঘটেছে জামালপুরে ৷ মৃতদের নাম শম্ভুচরণ বাগ (52), রঞ্জিত গোয়ালা (40), অধীর মালিক (49) ও অরূপ বাগ (40) ৷ এঁরা প্রত্যেকেই ছিলেন জামালপুরের বাসিন্দা ৷
শনিবার বিকেলে জামালপুরে শুরু হয়েছিল বজ্রবিদ্যুৎপাত সহ বৃষ্টি ৷ আর তখনই ঘটে বিপত্তি ৷ সেই সময় রঞ্জিত গোয়ালা ও আরও এক চাষি মাঠে কাজ করতে ব্যস্ত ছিলেন ৷ তখনই বাজ পড়লে গুরুতর আহত হন দু'জন ৷ তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রঞ্জিত গোয়ালাকে মৃত বলে ঘোষণা করেন ।