খণ্ডঘোষ, 26 ফেব্রুয়ারি: নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির উপর উলটে গেল বালি বোঝাই ট্রাক (Sand Loaded Truck Overturned on a House)৷ রবিবার গভীর রাতের এই ঘটনায় ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয়েছে একজনের । আহত হয়েছেন আরও দু'জন । দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার কামালপুর এলাকায় । মৃতের নাম সদরুল ইসলাম (43)। আহত হয়েছেন তাজরুল ইসলাম ও আমিনা বিবি । ঘটনার পরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । রবিবার সকালের দিকে পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা । এমনকি পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ । পরিস্থিতি সামাল দিতেব ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ নামানো হয় ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে সদরুল ও তার পরিবারের সদস্যরা ঘুমিয়েছিল । সেই সময় একটা বালির বড় ট্রাক দ্রুতবেগে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাড়ির উপরে উলটে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় সদরুলের । আহত হয় আরও দু'জন । বিকট আওয়াজ শুনে গ্রামবাসীদের ঘুম ভেঙে যায় । তাঁরা ছুটে গিয়ে উদ্ধারকাজে হাত লাগান । খবর পেয়ে ঘটনাস্থলে যায় খণ্ডঘোষ থানার পুলিশ । সেখানেই স্থানীয়রা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন । তাঁদের অভিযোগ, পলেমপুর থেকে কামালপুর পর্যন্ত প্রায় 11 কিলোমিটার রাস্তা খারাপ । ওই রাস্তা দিয়ে দিনে রাতে শয়ে শয়ে বালির গাড়ি চলাচল করার জন্য রাস্তা বেহাল হয়ে পড়েছে । রাজনৈতিক নেতারা আশ্বাস দিলেও রাস্তা মেরামত হয়নি । ফলে প্রায় দিনই দুর্ঘটনা ঘটে চলেছে ৷
এই ঘটনায় মৃতের মাসি জাহেদা বিবি বলেন, "রাতে সবাই যখন ঘুমাচ্ছিল সেই সময় একটা বালির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাড়ির উপরে উলটে যায় । সেখানেই মারা যায় সদরুল । আহত হয় দু'জন ।"
Road Accident: গভীর রাতে বাড়ির উপর ওলটালো বালির ট্রাক, মৃত 1 - বাড়ির উপর উলটে গেল বালি বোঝাই ট্রাক
একেই রাস্তার বেহাল দশা, তার উপর দ্রুত গতিতে যাচ্ছিল বালি বোঝাই ট্রাক ৷ রাতের বেলায় নিয়ন্ত্রণ হারিয়ে তা উলটে গেল রাস্তার পাশের একটি বাড়িতে (Road Accident)৷
উলটে যাওয়া বালি বোঝাই ট্রাক