পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চন্দ্রকোনায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক - দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক

এক কিশোরীকে ঠান্ডা পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে সিনেমা হলের ভেতর শারীরিক নির্যাতন ও ধর্ষণ করে প্রতীক ঘোষ নামে এক যুবক l

chandrakona
chandrakona

By

Published : May 4, 2020, 7:54 PM IST

চন্দ্রকোনা, 4 মে: ঠান্ডা পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে সিনেমা হলে কিশোরীকে শারীরিক নির্যাতন ও ধর্ষণ l পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় মাস তিনেক আগের ঘটনা ৷ এই ঘটনায় প্রতীক ঘোষ নামে এক যুবককে আজ গ্রেপ্তার করেছে পুলিশ l সোমবার অভিযুক্তকে ঘাটাল মহকুমা পকসো আদালতে তোলা হয় l মঙ্গলবার ফের তাকে কোর্টে তোলার নির্দেশ দিয়েছে আদালত l

ঘটনাটি চন্দ্রকোনা থানার রামজীবনপুর পৌরসভা এলাকার l নিগৃহীতা দশম শ্রেণির ছাত্রী ৷ তাকে ঠান্ডা পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে সিনেমা হলে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করে প্রতীক ঘোষ নামে এক যুবক l সেই ঘটনার দৃশ্য মোবাইলে বন্দী করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে শারীরিক সম্পর্কের জন্য চাপ দিতে থাকে সে l কিন্তু কিশোরী তা না মানায় সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় ভিডিয়ো l জানাজানি হতেই পুলিশের দ্বারস্থ হয় নিগৃহীতার পরিবার l নির্যাতিতা চন্দ্রকোনা থানার রামজীবনপুর ফাঁড়িতে অভিযোগ করলে পুলিশ রবিবার অভিযুক্ত প্রতীক ঘোষকে গ্রেপ্তার করে l

অভিযুক্তের বাড়ি রামজীবনপুর পৌরসভার 4 নং ওয়ার্ড গোবিন্দপুরে l পুলিশ জানিয়েছে, "অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেপ্তার করে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে l সোমবার তাকে ঘাটাল মহকুমা আদালতে পেশ করা হয় l" নির্যাতিতার আইনজীবী সমীর ঘোষ বলেন, "মাস তিনেক আগে ওই নাবালিকাকে মাদকদ্রব্য মিশিয়ে ধর্ষণ করেছে ওই যুবক l সেই ঘটনার জেরে মামলা হয়েছে l আমরা বিচারের দাবি জানাচ্ছি l"

ABOUT THE AUTHOR

...view details