পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পশ্চিমবঙ্গে চপ, মুড়ি, বোমা, চোলাই ছাড়া আর কোনও শিল্প নেই : সায়ন্তন - Bomb and Hooch

পশ্চিম মেদিনীপুর জেলা কর্মসংস্থান মেলায় নেই লোক ৷ মমতাকে কটাক্ষ করলেন সায়ন্তন ৷ অনুরোধ করলেন মেলায় চপওয়ালা ও মুড়িওয়ালা বসাতে ৷

সায়ন্তন বসু

By

Published : Sep 14, 2019, 9:32 PM IST

Updated : Sep 14, 2019, 10:02 PM IST

চন্দ্রকোণা, 14 সেপ্টেম্বর : শুরু হয়ে গেছে পশ্চিম মেদিনীপুর জেলা কর্মসংস্থান মেলা 2019 ৷ এই মেলা নিয়ে মমতাকে কটাক্ষ করেন BJP নেতা সায়ন্তন বসু ৷ তিনি বলেন, "চপ, মুড়ি, বোমা ও চোলাই এই চারটে বাদে পশ্চিমবঙ্গে তো আর কোনও শিল্প নেই ৷ এই শিল্পগুলিকে হয়তো মেলায় বসাতে পারেননি মুখ্যমন্ত্রী ৷ তাই মেলায় লোক হয়নি ৷"

আজ চন্দ্রকোণার ক্ষীরপাইয়ে BJP-র তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয় ৷ সেখানে উপস্থিত সায়ন্তন বসুকে পশ্চিম মেদিনীপুরে জেলা কর্মসংস্থান মেলা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় ৷ তিনি বলেন, "এমন কিছু নার্সিংহোম আছে যারা অবৈধ কাজের সঙ্গে যুক্ত ৷ তারাই কর্মসংস্থান মেলায় এসেছে ৷"

কর্মসংস্থান মেলা নিয়ে মমতাকে কটাক্ষ করে সায়ন্তন বলেন, "মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ আছে ৷ কয়েকজন মুড়িওয়ালা ও যারা চপ তৈরি করেন তাঁদের মেলায় বসাতে পারতেন ৷ আর ওঁর দলে এমন কিছু লোক আছে যারা বোমার কাজ করে তাঁদের বসাতে পারতেন ৷ চোলাইয়ের কাজ করে এমন ভরতি ভরতি লোক ওঁর দলে আছে, তাদের নিয়ে যদি মেলায় বসাতেন তাহলে প্রচুর মানুষ ওখানে আসত ৷ এই চারটের বাইরে তো পশ্চিমবঙ্গে কোনও শিল্প নেই ৷ চপ, মুড়ি, বোমা আর চোলাই ৷ আগে একটা চিটফান্ড ছিল সেটা এখন উঠে গেছে ৷ এই চারটে শিল্পকে বসাতে পারেননি ঠিকঠাক ৷ তাই কর্মসংস্থান মেলায় লোক নেই ৷"

গতকাল বাম যুব ছাত্র সংগঠনের নবান্ন অভিযানে লাঠিচার্জ করে পুলিশ ৷ এই প্রসঙ্গে সায়ন্তন বলেন, "গতকালের নবান্ন অভিযানে কয়েকশো লোক ছিল ৷ সেখানে লাঠিচার্জের কোনও দরকার ছিল না ৷ এটা তৃণমূল ও CPI(M)-এর গট আপ গেমও হতে পারে ৷"

Last Updated : Sep 14, 2019, 10:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details