পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রার্থী দিতে তৃণমূলের বিতাড়িতরা ভরসা বিজেপির, কটাক্ষ অভিষেকের - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

বিজেপির প্রার্থী তালিকা নিয়ে এবার কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে যাচ্ছে তাদের প্রার্থী করা হচ্ছে ৷ এমনকি বিজেপির নিজেদের কোনও প্রার্থী নেই বলে কটাক্ষ করলেন অভিষেক ৷

west-bengal-assembly-election-2021-in-chandrakonas-rally-abhishek-banerjee-sneer-to-bjp-for-their-selection-of-candidate
প্রার্থী দিতে তৃণমূলের বিতাড়িতরা ভরসা বিজেপির, কটাক্ষ অভিষেকের

By

Published : Mar 15, 2021, 10:22 PM IST

চন্দ্রকোনা, 15 মার্চ : দফায় দফায় প্রার্থী দেওয়া নিয়ে বিজেপিকে নিশানা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ তৃণমূল ভাঙিয়েও প্রার্থী জোগাড় করতে পারছে না বলে এদিন বিজেপিকে কটাক্ষ করেন তিনি ৷ সেই সঙ্গে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন তিনি ৷ মেদিনীপুরকে দিল্লির কাছে বিক্রি করে দিয়েছে, বলে অভিযোগ করেন অভিষেক ৷ সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে নন্দীগ্রামে দুর্ঘটনা প্রসঙ্গকে এদিনও ষড়যন্ত্র বলে অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

প্রার্থী তালিকা প্রকাশের পর আজ পুরোদমে রাজ্য জুড়ে প্রচারে নেমে পড়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ৷ তেমনি আজ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় প্রচারে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই প্রচার সভা থেকে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করার ধরণ নিয়ে কটাক্ষ করলেন অভিষেক ৷ 294 আসনে দাঁড়ানোর মতো প্রার্থী বিজেপির কাছে নেই বলে এদিন মন্তব্য করেন অভিষেক ৷ সেই সঙ্গে তাঁর কটাক্ষ, বিজেপি অপেক্ষা করছে আর কারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন ৷ তারপর পরবর্তী ধাপে প্রার্থী প্রকাশ করবেন তাঁরা ৷ এই প্রসঙ্গেই শুভেন্দু অধিকারীকে নিশানা করেন অভিষেক ৷ বলেন, ‘‘একজন বেইমানি করে বিজেপিতে যেতে পারে ৷ কিন্তু, মেদিনীপুরের সবাই বেইমান নয় ৷ তাই ওদের মেদিনীপুরের বিধানসভা কেন্দ্রগুলি থেকে প্রার্থী দিতে সমস্যা হচ্ছে ৷’’

এখানেই থামেননি অভিষেক ৷ বহিরাগত প্রসঙ্গে এদিন ফের একবার নরেন্দ্র মোদি এবং অমিত শাহদের নিশানা করেন যুব তৃণমূল সভাপতি ৷ বলেন, স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশদের ভারত ছাড়া করতে পথ দেখিয়েছিল মেদিনীপুরের মাটি ৷ তাই দিল্লির বহিরাগতদের তাড়াতেও পথ দেখাবে মেদিনীপুরের ভোটারা ৷ এ নিয়েও শুভেন্দু অধিকারীকে একহাত নেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ অভিযোগ করেন, মেদিনীপুরের মাটিকে দিল্লির নেতাদের কাছে বিক্রি করে দিয়েছেন শুভেন্দু অধিকারী ৷ সেই সঙ্গে মেদিনীপুরে একটি পরিবারের রাজত্ব চালাতে চাইছেন বলে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ আনেন তৃণমূলের অঘোষিত দু’নম্বর ৷

আরও পড়ুন : মমতাকে আঘাত করতে গিয়ে ধ্বংস হয়ে যাবে বিজেপি : অভিষেক

অন্যদিকে, গত 10 মার্চ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনায় পা ভেঙে গিয়েছিল ৷ সেই নিয়েও এদিন শুভেন্দু অধিকারী এবং বিজেপিকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সরাসরি না হলেও, ফের একবার বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তিনি ৷ তিনি বলেন, কেউ কেউ ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে আহত করে বাড়িতে বসিয়ে দেবে, আর ভোটে জিতে যাবে ৷ কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভেঙে দিয়ে তাঁকে দমিয়ে দেওয়া যায় না বলে এদিন সভামঞ্চ থেকে হুঙ্কার দেন অভিষেক ৷

ABOUT THE AUTHOR

...view details