খড়গপুর, 21 অক্টোবর :দীর্ঘদিন ধরে অবৈধভাবে নদী থেকে বালি তোলা চলছে । সেই বালি তোলার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে স্থানীয়দের দাবি ৷ অবশেষে ট্রাক আটকে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা । খড়গপুর থানার অন্তর্গত গুমরিয়াপাল এলাকার ঘটনা ।
কংসাবতী নদীর ধারের গ্রাম গুমরিয়াপাল । সেখানকার নদীর পাড় থেকে বালি তুলে নেওয়া হচ্ছে । যা হচ্ছে সম্পূর্ণ বেআইনিভাবে । অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা রাজীব কারক নিজের আধিপত্য বিস্তার করেছেন বালি মাফিয়াদের হাত ধরে । তাই প্রশাসনকে বলেও কোন কাজ হচ্ছে না বলে অভিযোগ ।
গ্রামবাসী আদিত্য ঘোড়াই বলেন, "দীর্ঘদিন কংসাবতী নদী থেকে অবৈধভাবে বালি তোলা চলছে । রাতের অন্ধকারে মেশিন দিয়ে বালি তোলা হয় । আগে বারবার আমরা অভিযোগ জানিয়েছি বিভিন্ন দপ্তরে কিন্তু তারপরও অবৈধভাবে বালি তোলা কিছুতেই কমেনি । শাসক দলের কয়েকজন নেতা এর সঙ্গে জড়িত আছে । কিছু বলতে গেলেই তাঁরা রাতের বেলা বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে ৷ আমরা এই বালি তোলা বন্ধ করতে আবেদন জানিয়েছি সরকারের কাছে । প্রতিবাদ করছি কারণ আমরাও তৃণমূল করি কিন্তু বালি তোলা সমর্থন করি না ।"
অভিযুক্ত তৃণমূল নেতা এই অভিযোগ অস্বীকার করেছেন ।