পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চোলাইয়ের ঠেক তোলার দাবিতে রাস্তা অবরোধ

গ্রামে রয়েছে অন্তত ন’টি চোলাইয়ের ঠেক ৷ সেখানে বহিরাগতদের আনাগোনা বাড়ছে ৷ বাড়ছে চুরি, শ্লীলতাহানির ঘটনা ৷ প্রতিবাদে রাস্তা অবরোধ করে চোলাইয়ের ঠেক তুলে দেওয়ার দাবি গ্রামবাসীর ৷ পুলিশের হস্তক্ষেপে ওঠে অবরোধ ৷ পশ্চিম মেদিনীপুরের দাসপুরের মহাকালপোতা গ্রামের ঘটনা ৷

villagers block road, demand to close country liquor business at Daspur
চোলাইয়ের ঠেক তোলার দাবিতে রাস্তা অবরোধ

By

Published : Jun 10, 2021, 6:56 PM IST

দাসপুর, 10 জুন :এলাকায় গজিয়ে উঠেছে চোলাই মদের ঠেক ৷ আর তার জেরেই বাড়ছে বহিরাগতদের আনাগোনা ৷ বাড়ছে চুরি ৷ এর ফলে তিতিবিরক্ত হয়ে চোলাইয়ের ঠেক ভাঙতে উদ্যোগী হন স্থানীয় মানুষজন ৷ ঠেক বন্ধের দাবিতে অবরোধও করেন তাঁরা ৷ শেষমেশ পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি ৷ পশ্চিম মেদিনীপুরের দাসপুরের মহাকালপোতা গ্রামের ঘটনা ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাসপুরের এই গ্রামের অন্তত ন’টি পরিবার চোলাইয়ের ব্যবসা করে ৷ মদের টানে রাতদিন বহু অচেনা মানুষ গ্রামে ঢোকেন ৷ ঘটে চুরির ঘটনা ৷ মহিলাদের উত্যক্তও করা হয় ৷ তারই প্রতিবাদে বৃহস্পতিবার পথ অবরোধ করেন স্থানীয়রা ৷ পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে ৷

গ্রামের বাসিন্দা দেবাশিস মণ্ডল জানান, গ্রামের ন’টি পরিবার চোলাই মদের ব্যবসা করে ৷ আর তার জেরেই এই করোনাকালেও বহু মানুষের যাতায়াত হয় গ্রামে ৷ রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে সমাজবিরোধীদের কর্মকাণ্ড ৷ প্রতিবাদ করতে গেলেই ওই পরিবারগুলি একাট্টা হয়ে হুমকি দেয়, মারধোর করে ৷

আরও পড়ুন :চন্দননগরে মদের দাম মেটানোকে কেন্দ্র করে সংঘর্ষ, বোমাবাজি

গ্রামেরই যুবক শ্যাম মণ্ডল, নেপাল গায়েনরা বিষয়টির প্রতিবাদ করলে তাঁদের মারধর করা হয় ৷ তারপরই এদিন গ্রামবাসী সোনাখালি থেকে হরেকৃষ্ণপুর যাওয়ার রাস্তা অবরোধ করেন ৷ পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details