দাসপুর, 10 জুন :এলাকায় গজিয়ে উঠেছে চোলাই মদের ঠেক ৷ আর তার জেরেই বাড়ছে বহিরাগতদের আনাগোনা ৷ বাড়ছে চুরি ৷ এর ফলে তিতিবিরক্ত হয়ে চোলাইয়ের ঠেক ভাঙতে উদ্যোগী হন স্থানীয় মানুষজন ৷ ঠেক বন্ধের দাবিতে অবরোধও করেন তাঁরা ৷ শেষমেশ পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি ৷ পশ্চিম মেদিনীপুরের দাসপুরের মহাকালপোতা গ্রামের ঘটনা ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাসপুরের এই গ্রামের অন্তত ন’টি পরিবার চোলাইয়ের ব্যবসা করে ৷ মদের টানে রাতদিন বহু অচেনা মানুষ গ্রামে ঢোকেন ৷ ঘটে চুরির ঘটনা ৷ মহিলাদের উত্যক্তও করা হয় ৷ তারই প্রতিবাদে বৃহস্পতিবার পথ অবরোধ করেন স্থানীয়রা ৷ পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে ৷