শালবনি, 5 জানুয়ারি : তৃণমূল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার । ঘটনাটি শালবনির মণ্ডল কুপির । মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস স্থানীয় তৃণমূল বিধায়কের ।
শালবনিতে তৃণমূল কর্মীর ঝুলন্ত দেহ - তৃণমূল নেতার দেহ উদ্ধার
আজ সকালে বাড়ির থেকে দূরে একটি বাঁশ গাছে তৃণমূল কর্মী মলয় সিংহের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় । খুন না কি আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ ।
মৃত ওই তৃণমূল কর্মীর নাম মলয় সিংহ । বয়স আনুমানিক 60 বছর । আজ সকালে বাড়ির অদূরে বাঁশ গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এরপর খবর দেওয়া হয় শালবনি থানার পুলিশকে। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । তবে কী কারণে এই মৃত্যু তা নিয়ে তদন্ত শুরু করেছে শালবনি থানার পুলিশ ।
অন্যদিকে, এই ঘটনার পর মৃত ওই তৃণমূল কর্মীর বাড়িতে উপস্থিত হলেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো । এদিন মৃত পরিবারের সঙ্গে তিনি কথাবার্তা বলেন । আগামী দিনে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি । বিধায়ক শ্রীকান্ত মাহাতো বলেন, "মলয় সিংহ দীর্ঘদিন ধরেই তৃণমূল করতেন । তিনি জন্মলগ্ন থেকে তৃণমূল করে আসছেন । এর আগে কংগ্রেস করতেন । পরবর্তীকালে বিভিন্ন সময় এলাকার বিভিন্ন পদে ছিলেন। পাশাপাশি সাধারণ জনগণের খুব কাছের মানুষ ছিলেন । পার্টির বিভিন্ন কর্মসূচি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বোঝাতেন । সাহায্য করতেন । ওনার মৃত্যুতে আমরা খুবই শোকাহত।