পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bhagabanpur TMC leader: সরকারি সুযোগ পাইয়ে দেওয়ার নামে মহিলাদের সঙ্গে অশালীন আচরণ, অভিযুক্ত শাসক নেতা - Indecent behavior with women accused

সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নামে মহিলাদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে । এ নিয়ে সরব বিজেপি (Indecent Behavior with Women Accused TMC Leader) ৷

Bhagabanpur TMC leader
অভিযুক্ত তৃণমূল নেতা

By

Published : Dec 12, 2022, 8:50 AM IST

Updated : Dec 12, 2022, 9:04 AM IST

ভগবানপুর, 12 ডিসেম্বর: আবাস যোজনা-সহ একাধিক সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে গ্রামের মহিলাদের কুপ্রস্তাব ও তাঁদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে (Indecent Behavior with Women Accused TMC Leader) । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার মহম্মদপুর এলাকায় । অভিযুক্ত তৃণমূল নেতা নন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যও বটে । ঘটনার প্রকাশ্যে আসার পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায় । সুবিচারের আশায় গ্রামের মহিলারা এক হয়ে মিলিত হয়ে ভগবানপুর থানায় দ্বারস্থ হন । যদিও এই ঘটনাকে হাতিয়ার করেই কার্যত মাঠে নেমে পড়েছে বিজেপি । তৃণমূল নেতার এমন আচরণে কটাক্ষ করেছে বিজেপি । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস ।

ঘটনার সূত্রপাত, মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য নিত্যানন্দ মণ্ডল গ্রামের একাধিক মহিলাদের নানারকম সরকারি প্রকল্পের সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দেয় । বিনিময়ে গ্রামের একাধিক মহিলাকে কুপ্রস্তাবও দেয় বলে অভিযোগ । শুধু তাই নয়, কয়েক দিন আগে গ্রামের এক মহিলার স্বামীর কর্মসূত্রে বাইরে থাকার সুযোগকে কাজে লাগিয়ে রাতে মহিলার বাড়িতে এসে হাজির হন ৷ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ঢুকে অশালীন আচরণ করে । ওই মহিলা বাধা দিলে তৃণমূল নেতা জানায়, তার শ্বশুরের নামে সরকারি প্রকল্পের বাড়ি রয়েছে, সেই বাড়ি তৈরির কোনও সুবিধা দেওয়া হবে না । পাশাপাশি ভোটার তালিকায় নাম তোলা হবে না । এমনকী প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ।

গত শনিবার অভিযুক্ত তৃণমূল নেতার শাস্তির দাবিতে ভগবানপুর থানায় দ্বারস্থ হন গ্রামের মহিলারা । থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । ঘটনাকে হাতিয়ার করে কার্যত মাঠে নেমে পড়েছে বিজেপি । অভিযুক্ত তৃণমূলের এই নেতার গ্রেফতার ও গ্রামের বাসিন্দাদের একাধিক প্রকল্প নিয়ে সজনপোষনের অভিযোগে বিক্ষোভ মিছিল বের করে বিজেপি ৷ যদিও এলাকার তৃণমূল নেতা তথা মহম্মদপুর পঞ্চায়েত 2 অঞ্চলের সদস্য নিত্যানন্দ মণ্ডলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । একাধিকবার মোবাইলে ফোন করা হলে মোবাইল সুইচ অফ দেখায় ।

ভগবানপুরে বিজেপি নেতা তথা বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি জানান, ভগবানপুর থানার মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের 2 অঞ্চলে পঞ্চায়েত সদস্য নিত্যানন্দ মণ্ডল প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে গ্রামের একাধিক মহিলাকে কুপ্রস্তাব দেয় । তারপরে গ্রামের মহিলারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । শুনেছি থানা অভিযোগপত্র গ্রহণ করেনি । কঠোরতম শাস্তির দাবি জানাই ।

কাঁথি সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অভিজিৎ দাস জানান, অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন । পুরো কাল্পনিক অভিযোগ । পঞ্চায়েত সদস্য নিত্যানন্দ মণ্ডলের বাড়ির পাশে বাড়ি ওই মহিলার । বিজেপি এই নিয়ে চক্রান্ত করছে ।

আরও পড়ুন:কামারহাটিতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে নেতাকে চপারের কোপ, অভিযুক্ত দলীয় কাউন্সিলরের ছেলে

Last Updated : Dec 12, 2022, 9:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details