পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 15, 2023, 10:02 PM IST

ETV Bharat / state

Panchayat Board Formation: দলবিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড জেলা তৃণমূলের শীর্ষনেতা

TMC General Secretary of Midnapore Suspended: দলগুলো বিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ৷ সেই সঙ্গে জেলা তৃণমূলের সহ-সভাপতি আব্দুল কাশেম খানকে শোকজ করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ৷

Panchayat Board Formation ETV BHARAT
Panchayat Board Formation

তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদককে সাসপেন্ড করল শীর্ষ৷ নেতৃত্ব

পশ্চিম মেদিনীপুর, 15 অগস্ট: দলগুলো বিরোধী কাজের খেসারত দিতে হল তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার দুই শীর্ষস্থানীয় নেতাকে ৷ দীর্ঘদিন ধরে দলবিরোধী কাজ করছেন এই অভিযোগে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ফটিক রঞ্জন পাহাড়িকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে ৷ অন্যদিকে, জেলা তৃণমূলের সহ-সভাপতি আব্দুল কাশেম খানকে শো-কজ করা হয়েছে ৷ তিনদিনের মধ্যে সন্তোষজনক জবাব না এলে, তাঁকেও অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হবে বলে জানিয়েছেন মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা ৷

জেলা সভাপতি বলেন, "দলীয় নির্দেশ অমান্য করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আমরা গত কয়েক মাস ধরে কেশিয়াড়িতে দিনরাত পরিশ্রম করে ভালো ফলাফল করেছিলাম ৷ পাঁচ বছর পর কেশিয়াড়িতে উন্নয়নের আশায় এলাকার বাসিন্দারা আমাদের প্রার্থীদের দু'হাত তুলে আশীর্বাদও করেছেন ৷ কিন্তু, দলীয় নির্দেশ অমান্য করে ফটিক রঞ্জন পাহাড়ির নেতৃত্ব ওখানে যা হয়েছে, তাতে দলের শীর্ষ নেতৃত্ব চরম ক্ষুব্ধ ৷ তাই, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ওনাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে ৷ একইভাবে শালবনীতেও দলীয় নির্দেশ অমান্য করা হয়েছে ৷ তাই, শালবনী ব্লক তৃণমূল ও জেলা তৃণমূলের সহ-সভাপতি আব্দুল কাশেম খানকে শো-কজ করা হয়েছে ৷ তিনদিনের মধ্যে সন্তোষজনক উত্তর না পেলে, ওনাকেও অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হতে পারে ৷"

অভিযোগ উঠেছিল কেশিয়াড়িতে চরম গোষ্ঠীদ্বন্দ্বের কারণে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হয়নি ৷ আপাতত তা স্থগিত হয়ে গেছে ৷ তৃণমূলের তরফে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে নাম পাঠানো হয়েছিল উত্তম শিটের ৷ অভিযোগ, দলীয় নির্দেশ অমান্য করে সভাপতি হতে চেয়েছিলেন ফটিক রঞ্জন পাহাড়ি ৷ ফলে, 10 অগস্ট নির্ধারিত দিনে বোর্ড গঠন করা যায়নি ৷ বর্তমানে তা স্থগিত রয়েছে ৷

আরও পড়ুন:সিপিআইএমের সঙ্গে যোগসাজোশের অভিযোগ, বহিষ্কৃত অন্ডাল ব্লক তৃণমূল যুব সভাপতি

অন্যদিকে, শালবনীর 1 নম্বর দেবগ্রাম পঞ্চায়েতে দলের তরফে প্রধান হিসেবে নাম পাঠানো হয়েছিল লালমোহন মাহাতোর ৷ অভিযোগ উঠেছে, সেখানেও স্থানীয় নেতৃত্বের নির্দেশে ভোটাভুটিতে প্রধান হন সৈয়দ তাজেমুল হক ৷ লালমোহন মাহাতোকে করা হয় উপপ্রধান ৷ এই পুরো ঘটনায় এলাকার পঞ্চায়েত সমিতির বিজয়ী প্রার্থী তথা জেলা ও ব্লকের সহ-সভাপতি আব্দুল কাশেম খানের ইন্ধন আছে বলে মনে অভিযোগ উঠেছিল ৷ এই দুই ঘটনায় তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে ফটিক রঞ্জন পাহাড়ি এবং আব্দুল কাশেম খানকে সাসপেন্ড করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details