পশ্চিম মেদিনীপুর, 15 অগস্ট: দলগুলো বিরোধী কাজের খেসারত দিতে হল তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার দুই শীর্ষস্থানীয় নেতাকে ৷ দীর্ঘদিন ধরে দলবিরোধী কাজ করছেন এই অভিযোগে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ফটিক রঞ্জন পাহাড়িকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে ৷ অন্যদিকে, জেলা তৃণমূলের সহ-সভাপতি আব্দুল কাশেম খানকে শো-কজ করা হয়েছে ৷ তিনদিনের মধ্যে সন্তোষজনক জবাব না এলে, তাঁকেও অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হবে বলে জানিয়েছেন মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা ৷
জেলা সভাপতি বলেন, "দলীয় নির্দেশ অমান্য করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আমরা গত কয়েক মাস ধরে কেশিয়াড়িতে দিনরাত পরিশ্রম করে ভালো ফলাফল করেছিলাম ৷ পাঁচ বছর পর কেশিয়াড়িতে উন্নয়নের আশায় এলাকার বাসিন্দারা আমাদের প্রার্থীদের দু'হাত তুলে আশীর্বাদও করেছেন ৷ কিন্তু, দলীয় নির্দেশ অমান্য করে ফটিক রঞ্জন পাহাড়ির নেতৃত্ব ওখানে যা হয়েছে, তাতে দলের শীর্ষ নেতৃত্ব চরম ক্ষুব্ধ ৷ তাই, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ওনাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে ৷ একইভাবে শালবনীতেও দলীয় নির্দেশ অমান্য করা হয়েছে ৷ তাই, শালবনী ব্লক তৃণমূল ও জেলা তৃণমূলের সহ-সভাপতি আব্দুল কাশেম খানকে শো-কজ করা হয়েছে ৷ তিনদিনের মধ্যে সন্তোষজনক উত্তর না পেলে, ওনাকেও অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হতে পারে ৷"