পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dilip Slams WB Government: রাজ্যে এখন বাজি-বন্দুকের শিল্প, এগরা-বজবজ নিয়ে সরকারকে কটাক্ষ দিলীপের - বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ

পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে আতংকের পরিবেশ তৈরি করতে চাইছে শাসকদল ৷ এ দিন মেদিনীপুর থেকে এমনই অভিযোগ করলেন দিলীপ ঘোষ ৷ একের পর এক বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ তারই অংশ বলে জানান তিনি ৷

Dilip on Crackers Blast Cases ETV BHARAT
Dilip on Crackers Blast Cases

By

Published : May 23, 2023, 5:54 PM IST

বাজি-বন্দুকের শিল্প, বিস্ফোরণ-কাণ্ডে কটাক্ষ দিলীপের

দাসপুর, (পশ্চিম মেদিনীপুর), 23 মে: রাজ্যে বাজি-বন্দুকের ব্যবসা চলছে ৷ আর সেই সব ব্যবসার মালিক তৃণমূলের নেতারা ৷ এগরা, বজবজ ও ইংরেজবাজারে বেআইনি বাজি ও বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় শাসকদলকে নিশানা করলেন দিলীপ ঘোষ ৷ পশ্চিম মেদিনীপুরের দাসপুর সোনাখালিতে মঙ্গলবার দলীয় কর্মিসভা ছিল তাঁর ৷ মেদিনীপুরের সাংসদের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের আগে ভয়ের পরিবেশ তৈরি করতেই তৃণমূল পরিকল্পকিভাবে এই ঘটনাগুলি ঘটাচ্ছে ৷

গত একসপ্তাহে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে রাজ্য ৷ পূর্ব মেদিনীপুরের এগরা হোক বা দক্ষিণ 24 পরগনার বজবজ ৷ আর মঙ্গলবার মালদার ইংরেজবাজার ৷ বেআইনি বাজি ও বাজি কারখানায় বিস্ফোরণে অন্তত 16 জনের মৃত্যু হয়েছে ৷ যদিও, বিরোধীদের দাবি বাজি নয়, বোমা তৈরির কারখানা ৷ যা নিয়ে এবার রাজ্য সরকার তথা শাসকদলকে একহাত নিয়েছেন দিলীপ ঘোষ ৷ কটাক্ষের সুরে বললেন, ‘‘তৃণমূল বাজি-বন্দুকের শিল্প তৈরি করেছে ৷ আর এই করেই দলের নেতা-কর্মীদের রুজিরুটির ব্যবস্থা করছে তৃণমূল ৷

দিলীপ ঘোষের অভিযোগ, ‘‘পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামীণ বাংলায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল ৷ এতে মানুষ ভয় পেয়ে বাড়ি থেকে বেরোবে না ৷ ফলে তৃণমূলের বিরুদ্ধে কোনও ভোটও পড়বে না ৷’’ তবে, মানুষকেই তৃণমূলের এই অসৎ উদ্দেশ্যকে বানচাল করতে হবে বলে মন্তব্য করেন তিনি ৷ অন্যদিকে, গত এক সপ্তাহে ঘটা বিস্ফোরণগুলির তদন্তে সিআইডি'কে দায়িত্ব দিয়েছে রাজ্য সরকার ৷ যা নিয়ে দিলীপ ঘোষের অভিযোগ, সিআইডি-কে দিয়ে তদন্তের নামে অভিযুক্ত ও আসল ঘটনা দুই ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে ৷

আরও পড়ুন:দুবরাজপুর বিস্ফোরণ-কাণ্ডের তদন্তে ঘটনাস্থলে সিআইডি, বোলপুরে উদ্ধার তাজাবোমা

এই পরিস্থিতি থেকে একমাত্র সাধারণ মানুষই নিজেদের বের করতে পারবেন বলে মনে করেন দিলীপ ঘোষ ৷ তিনি জানিয়েছেন, মানুষ সচেতন হলে তৃণমূলের ভয়ের রাজনীতির অবসান হবেই ৷ তার জন্য পঞ্চায়েত নির্বাচনে বদল আনতে হবে ৷ একদম নিচু স্তর থেকে এই বদল শুরু হলে, তবেই এই সরকারের পরিবর্তন সম্ভব বলে মনে করেন দিলীপ ৷

ABOUT THE AUTHOR

...view details