পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Madhyamik Result 2022 : মেধাতালিকায় দ্বিতীয়স্থানে ঘাটালের রৌনক, খুশির হাওয়া জঙ্গলমহলে - Rounak Mandal from Ghatal got second position in Madhyamik 2022 merit list

মেধাতালিকায় দ্বিতীয়স্থান অধিকার করে জঙ্গলমহলের নাম উজ্জ্বল করল ঘাটালের রৌনক মণ্ডল (Rounak Mandal from Ghatal got second position in Madhyamik 2022 merit list) ৷ বিদ্যাসাগর উচ্চ বিদ্য়ালয়ের ছাত্র রৌনকের প্রাপ্ত নম্বর 692 ৷

Madhyamik Result 2022
মেধাতালিকায় দ্বিতীয়স্থানে ঘাটালের রৌনক

By

Published : Jun 3, 2022, 10:36 AM IST

Updated : Jun 3, 2022, 12:05 PM IST

ঘাটাল, 3 জুন : 2022 মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হল শুক্রবার ৷ কোভিড পরবর্তী সময় প্রথম অফলাইন পরীক্ষার ফলাফল প্রকাশ হতেই ফের জেলার জয়জয়কার ৷ মেধাতালিকায় দ্বিতীয়স্থান অধিকার করে জঙ্গলমহলের নাম উজ্জ্বল করল ঘাটালের রৌনক মণ্ডল (Rounak Mandal from Ghatal got second position in Madhyamik 2022 merit list) ৷ বিদ্যাসাগর উচ্চ বিদ্য়ালয়ের ছাত্র রৌনকের প্রাপ্ত নম্বর 692 ৷ বাবা স্কুল শিক্ষক হলেও তাঁর এই সাফল্যের নেপথ্যে গৃহশিক্ষকরাই, জানিয়েছে রৌনক ৷

এদিন টেলিভিশনে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের মুখে নাম ঘোষণা হওয়ার পরই খুশিতে ফেটে পড়ে রৌনক এবং তাঁর পরিবার ৷ শুরু হয়ে যায় মিষ্টিমুখ ও কোলাকুলির পর্ব। মূলত ঘাটালের বিদ্যাসাগর হাইস্কুলের ছাত্র রৌনক মন্ডল ৷ রৌনক সাংবাদিকদের জানায়, দিনে 8-9 ঘণ্টা পড়াশোনা করে এই সাফল্য ৷ কোভিড নামক অতিমারী, লকডাউন কী পড়াশোনায় কোনওভাবে ব্যাঘাত করেছিল? উত্তরে রৌনক জানিয়েছে, লকডাউন তাঁর এই সাফল্যে আরও সহায়ক হয়েছে ৷ তবে ফলাফল এতটা ভাল হবে বলেও আশা করেনি সে, জানিয়েছে রৌনক ৷

দ্বিতীয়স্থানে ঘাটালের রৌনক, খুশির হাওয়া পরিবারে

আরও পড়ুন : মাধ্যমিকে যুগ্ম প্রথম বাঁকুড়ার অর্ণব-পূর্ব বর্ধমানের রৌনক, চতুর্থ কলকাতার শ্রুতর্ষি

এ বছর মাধ্যমিকে পাশের হার 86.6% ৷ গত বছরের তুলনায় এ বার পাশের হার বেশি ৷ পাশের হারে কিছুটা পিছিয়ে রয়েছে ছাত্রীরা ৷ পাশের হার সর্বাধিক পূর্ব মেদিনীপুরে ৷ তারপরেই রয়েছে কালিম্পং ৷ এরপর রয়েছে যথাক্রমে পশ্চিম মেদিনীপুর, কলকাতা, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ৷

Last Updated : Jun 3, 2022, 12:05 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details