পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনা ভাইরাস সেজে করোনা থেকে বাঁচতে জনসচেতনাতা - চন্দ্রকোনা

জনবহুল এলাকায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে করোনা ভাইরাস ৷ তা দেখে অনেকেই চমকে উঠছেন ৷ আবার অনেক মানুষ সামনে গিয়ে ছবি তুলছেন । কোনওরকম সরকারি সহযোগিতা ছাড়াই নিজের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণার যাদবপুর গ্রামের বাসিন্দা 45 বছরের তৃণাঙ্কুর পাল এমনই সচেতনতামূলক কাজ করে চলেছেন ।

Public awareness from corona virus by trinakur paul in chandrakona west medinipur
করোনা সেজে করোনার থেকে বাঁচতে জন সচেতনা

By

Published : Apr 24, 2021, 9:04 PM IST

চন্দ্রকোনা, 24 এপ্রিল : কোনও সরকারি সাহায্য পাননি ৷ করোনার কোনও টিকাও এখনও পর্যন্ত নেননি ৷ তবে, নিজের সিদ্ধান্তে অবিচল বছর 45-র কৃষক তৃণাঙ্কুর পাল ৷ সেই সঙ্গে রয়েছে পরিবারের সহযোগিতা ৷ তাই এবার নিজের জেলার পাশাপাশি বিভিন্ন জেলায় করোনা সচেতনতায় নিজেই করোনার সাজে বেরিয়ে পড়েছেন ৷

জনবহুল এলাকায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে করোনা ভাইরাস ৷ তা দেখে অনেকেই চমকে উঠছেন ৷ আবার অনেক মানুষ সামনে গিয়ে ছবি তুলছেন । কোনওরকম সরকারি সহযোগিতা ছাড়াই নিজের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণার যাদবপুর গ্রামের বাসিন্দা 45 বছরের তৃণাঙ্কুর পাল এমনই সচেতনতামূলক কাজ করে চলেছেন । শনিবার সকালে তৃণাঙ্কুরের বাড়িতে পৌঁছে দেখা যায় সাজো সাজো রব ৷ স্ত্রী, দুই মেয়ে ও ছেলে তৃণাঙ্কুরকে সাজিয়ে তুলতে ব্যস্ত । কারণ আবার করোনা ভাইরাসের প্রকোপ বেড়েছে ৷ মানুষজনকে সচেতন করতে হবে । তাই আবারও 5 দিনের জন্য বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন তৃণাঙ্কুর । এবার গন্তব্য বাঁকুড়া, দুর্গাপুর, তারকেশ্বর, বিষ্ণুপুর সহ রাজ্যের একাধিক জেলা ৷

আরও পড়ুন : করোনা নিয়ে সচেতনতা বাড়াতে রাস্তায় আরামবাগের এসডিপিও ও আইসি

চন্দ্রকোণার যাদবপুর গ্রামের বাসিন্দা তৃণাঙ্কুর পাল । পেশায় কৃষক, কিন্তু ছোটবেলা থেকে সমস্ত সচেতনতামূলক কাজে অংশ নিতে আগ্রহী তিনি ৷ ডেঙ্গুর সময় ডেঙ্গু সেজেছেন ৷ যখনই কেউ বিপদে পড়েছেন নিজের উদ্যোগে এগিয়ে গিয়েছেন তৃণাঙ্কুর পাল । পথনাটিকার মাধ্যমেও একাধিক প্রচার করেছেন তিনি ৷ তৃণাঙ্কুরের স্ত্রী জানান, স্বামীর কাজ তাঁর ভালো লাগে ৷ তাই কখনও বাধা দেন না তিনি ৷ তবে, মানুষের পাশে দাঁড়ালেও করোনা ভ্যাকসিন এখনও নেওয়া হয়নি তাঁর ৷ সেই সঙ্গে সরকারি কোনও সুযোগ-সুবিধাও পাননি ৷ তবুও জীবনের ঝুঁকি নিয়ে বাইরে বেরিয়ে তৃণাঙ্কুরের এহেন উদ্যোগে খুশি পথচলতি মানুষ থেকে তাঁর গ্রামবাসীরা ।

ABOUT THE AUTHOR

...view details