পশ্চিম মেদিনীপুর, 17 মে : আজ সকালে তৃণমূলের দুই মন্ত্রী ও বিধায়ককে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ পশ্চিম মেদিনীপুরে ৷ জঙ্গল মহলের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মী-সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন ।
প্রসঙ্গত গত পাঁচ বছর ধরে নারদকাণ্ডের তদন্ত চলছিল ৷ সেই তদন্তে তৃণমূলের শীর্ষ নেতাদের পাশাপাশি, বর্তমান রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতার নাম ছিল । কিন্তু, বিজেপির নেতাদের সিবিআই গ্রেফতার করেনি ৷ উল্টে কেবলমাত্র তৃণমূলের নেতাদের গ্রেফতার করা হয়েছে ৷ তার প্রতিবাদে এদিন জঙ্গল মহল পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত এলাহিগঞ্জ এলাকায় বিক্ষোভ দেখায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে হাতে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা ।