পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রতিবাদ পশ্চিম মেদিনীপুরে - protest

প্রসঙ্গত গত পাঁচ বছর ধরে নারদকাণ্ডের তদন্ত চলছিল ৷ সেই তদন্তে তৃণমূলের শীর্ষ নেতাদের পাশাপাশি, বর্তমান রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতার নাম ছিল । কিন্তু, বিজেপির নেতাদের সিবিআই গ্রেফতার করেনি ৷ উল্টে কেবলমাত্র তৃণমূলের নেতাদের গ্রেফতার করা হয়েছে ৷ তার প্রতিবাদে এদিন জঙ্গল মহল পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত এলাহিগঞ্জ এলাকায় বিক্ষোভ দেখায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

protest on arrest of 3 tmc leaders in west medinipur
তৃণমূলের শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রতিবাদ পশ্চিম মেদিনীপুরে

By

Published : May 17, 2021, 7:21 PM IST

পশ্চিম মেদিনীপুর, 17 মে : আজ সকালে তৃণমূলের দুই মন্ত্রী ও বিধায়ককে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ পশ্চিম মেদিনীপুরে ৷ জঙ্গল মহলের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মী-সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন ।

প্রসঙ্গত গত পাঁচ বছর ধরে নারদকাণ্ডের তদন্ত চলছিল ৷ সেই তদন্তে তৃণমূলের শীর্ষ নেতাদের পাশাপাশি, বর্তমান রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতার নাম ছিল । কিন্তু, বিজেপির নেতাদের সিবিআই গ্রেফতার করেনি ৷ উল্টে কেবলমাত্র তৃণমূলের নেতাদের গ্রেফতার করা হয়েছে ৷ তার প্রতিবাদে এদিন জঙ্গল মহল পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত এলাহিগঞ্জ এলাকায় বিক্ষোভ দেখায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে হাতে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা ।

আরও পড়ুন : নারদকাণ্ডে গ্রেফতারির ঘটনায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ দুর্গাপুরে

এই মামলা যদি সিবিআই সঠিকভাবে তদন্ত করে থাকে, তা হলে কেন অভিযুক্ত শুভেন্দু অধিকারী, মুকুল রায় এবং শঙ্কুদেব পণ্ডাকে গ্রেফতার করা হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছে তৃণমূল নেতৃত্ব ৷

ABOUT THE AUTHOR

...view details