খড়গপুর (পশ্চিম মেদিনীপুর), 15 সেপ্টেম্বর : অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের সম্ভাবনার খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ বৃহস্পতিবার তিনি জানালেন, বাংলায় 600 কোটি টাকা বিনিয়োগ করেছে টাটা মেটালিক্সের (Tata Metaliks) ৷ সেখানে 1 হাজার চাকরি হবে ৷
বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সরকারি কর্মসূচির উদ্বোধন ও শিলান্যাস করেন ৷ তার পর তাঁর সরকারের একাধিক উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন ৷ সেখানে তিনি টাটা মেটালিক্সের বিনিয়োগ নিয়ে বলেন ৷
এছাড়াও তিনি জানান, স্কিল ট্রেনিংয়ে বাংলা এক নম্বরে ৷ আগামিদিনে 89 হাজার শিক্ষক নিয়োগ হবে ৷ লেদার ইন্ডাস্ট্রিতে আড়াই লক্ষ চাকরি পেয়েছে ৷ দেউচা পাচামিতে 1 লক্ষ চাকরি হবে ৷