পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Child Missing: বুধবার থেকে 'নিখোঁজ' 5 বছরের অরণ্য, শিশু উদ্ধারের দাবিতে পথে প্রতিবেশীরা

72 ঘণ্টারও বেশি সময় ধরে 'নিখোঁজ' 5 বছরের অরণ্য মাঝি (Child Missing) ৷ পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) নেপুরা (Nepura) গ্রামের বাসিন্দা অরণ্যকে উদ্ধারের দাবিতে শনিবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ (Agitation) দেখালেন স্থানীয় বাসিন্দারা ৷

local people hold Agitation as police unable to solve a Child Missing case in Nepura of West Midnapore
Child Missing: বুধবার থেকে 'নিখোঁজ' 5 বছরের অরণ্য, শিশু উদ্ধারের দাবিতে পথে প্রতিবেশীরা

By

Published : Nov 26, 2022, 3:35 PM IST

নেপুরা (পশ্চিম মেদিনীপুর), 26 নভেম্বর:72 ঘণ্টা কেটে গিয়েছে ৷ তারপরও হদিশ পাওয়া যায়নি 5 বছরের শিশুর ৷ ঘটনার কথা পুলিশেরও অজানা নয় ৷ কিন্তু, তাদের পক্ষ থেকে আশ্বাস ছাড়া আর কিছু মেলেনি বলে অভিযোগ ৷ এই অবস্থায় নিখোঁজ শিশুকে (Child Missing) অবিলম্বে খুঁজে বের করার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ (Agitation) দেখালেন স্থানীয় বাসিন্দারা ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) নেপুরা (Nepura) গ্রামে ৷

নিখোঁজ শিশুর নাম অরণ্য মাঝি ৷ তার মা অমৃতা মাঝি বলেন, "গত বুধবার বেলা 11টা নাগাদ বাড়ির সামনেই খেলা করছিল আমার ছেলে ৷ আমি ওর পাশ দিয়েই পুকুরে স্নান করতে যাই ৷ ছেলেকে বললাম, কী রে, স্নান করবি না ? বলল, জেঠিমার কাছে যাব ৷ এরপর আমি চলে যাই পুকুরে ৷ খুব বেশি হলে 10 মিনিট পর ফিরে আসি ৷ তারপর আর ছেলেকে কোথাও দেখিনি ৷" ক্য়ামেরার সামনে এটুকু বলেই কান্নায় ভেঙে পড়েন অমৃতা ৷

আরও পড়ুন:42 ঘণ্টা পর অবশেষে উদ্ধার আতিফার দেহ, সিতারার খোঁজে চলছে তল্লাশি

এলাকারই আর এক বাসিন্দা ইটিভি ভারতের প্রতিনিধিকে জানান, অরণ্য প্রতিদিনই ওই সময় রাস্তার ধারে একই জায়গায় খেলা করত ৷ বুধবারও তাকে খেলতে দেখেছিলেন তাঁরা ৷ কিন্তু, তারপর হঠাৎই শোনা যায়, বাচ্চাটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ! এমন ঘটনায় হতবাক হয়ে গিয়েছেন এলাকাবাসী ৷ ওইটুকু বাচ্চা একা কোথাও চলে গিয়েছে বলে মনে করছেন না তাঁরা ৷ তাছাড়া, নিখোঁজ শিশুটি একা-একা এদিক-ওদিক যায়ও না কখনও বলে দাবি গ্রামবাসীর ৷ আর গ্রামের ভিতরের রাস্তা থেকে একটি বাচ্চাকে কেউ তুলে নিয়ে যাবে, অথচ আশপাশের বাসিন্দাদের কারও চোখে তা পড়বে না, এমনটা হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ ৷ এদিকে, সময় পেরিয়ে যাচ্ছে ৷ ফলে দুশ্চিন্তা বাড়ছে মাঝি পরিবারের সদস্যদের মনে ৷ চিন্তায় রয়েছেন পড়শিরাও ৷

ক্যামেরার সামনেই ভেঙে পড়লেন শিশুর মা ৷

এই অবস্থায় শনিবার রাস্তা অবরোধ করেন গ্রামবাসী ৷ তাঁদের সাফ কথা, পুলিশ সুপার এসে নির্দিষ্ট সময়ের মধ্যে অরণ্যকে উদ্ধারের প্রতিশ্রুতি না দিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা ৷ এদিকে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে গুড়গুড়িপাল থানার পুলিশ ৷ নিখোঁজ শিশুর পরিজন এবং আশপাশের বাসিন্দাদের মোবাইলের 'কল রেকর্ড' খতিয়ে দেখছে তারা ৷ ওই শিশুর পরিবারের সঙ্গে কারও শত্রুতা ছিল কিনা, সেই বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে ৷ কিন্তু, এইটুকু বাচ্চা কীভাবে 'উধাও' হয়ে গেল, তা নিয়ে ধন্ধে রয়েছে পুলিশও ৷

প্রসঙ্গত, কিছুদিন আগেই বীরভূমে নিখোঁজ শিশুর দেহ উদ্ধারের ঘটনায় রাজ্যজুড়ে চাঞ্চল্য তৈরি হয় ৷ প্রকাশ্য়ে আসে এক নির্মম ও মর্মান্তিক হত্যাকাণ্ড ৷ সেই স্মৃতি এখনও টাটকা রাজ্যবাসীর মনে ৷ আর তাই অরণ্যকে নিয়ে আশঙ্কা বাড়ছে নেপুরার ৷

ABOUT THE AUTHOR

...view details