পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Hiran Chatterjee : "একত্রিত হয়ে লড়তে হবে", বাংলাদেশের ঘটনার প্রতিবাদে খড়গপুরে মোমবাতি মিছিল হিরণের

বাংলাদেশে দুর্গা মণ্ডপের প্রতিমা ভাঙচুর এবং মন্দিরে হামলার প্রতিবাদে খড়গপুর শহরে মোমবাতি মিছিল করলেন স্থানীয় বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তাঁর এই মিছিলে উপস্থিত হয়েছিলেন কয়েকশো মানুষজন ৷ মিছিল থেকে হামলার ঘটনার প্রতিবাদ সরব হন এলাকার বাসিন্দারা ৷

Hiran Chatterjee
হিন্দুদের পাশে দাঁড়াতে খড়গপুরে মোমবাতি মিছিল হিরণের

By

Published : Oct 20, 2021, 8:33 AM IST

খড়গপুর, 20 অক্টোবর: বাংলাদেশের দুর্গা মণ্ডপ ভাঙচুরের প্রতিবাদ এবং আক্রান্তদের পাশে দাঁড়ালেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় । নিজের বিধানসভা এলাকার মানুষদের নিয়ে মোমবাতি মিছিল করেন তিনি ৷ তিনি বলেন, হিন্দুরা একত্রিত না হলে তাদের বাঁচানো সম্ভব নয় ৷

মঙ্গলবার গোটা তালবাগিচা এলাকা জুড়ে এই মিছিল পরিক্রমা করে । মিছিল শেষে বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় বলেন, "সম্প্রতি পুজোর সময় বাংলাদেশের যে নিকৃষ্টতর ঘটনা ঘটেছে তার প্রতিবাদের ভাষা নেই । একের পর এক মণ্ডপ আক্রান্ত হয়েছে ভাঙচুর করা হয়েছে প্রতিমা এবং আক্রান্ত হয়েছে হিন্দুরাও । এই নিয়ে আমাদের সবাইকে একত্রিত হতে হবে । কারণ, আমরা একত্রিত না হয়ে লড়লে কিছুতেই আমরা এই দুষ্কৃতীদের সঙ্গে পেরে উঠতে পারব না ।"

সম্প্রতি দুর্গা মণ্ডপ এবং ঠাকুর ভাঙচুরের ঘটনা ঘটেছে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে ৷ একাধিক মণ্ডপ ভাঙচুরের পাশাপাশি আক্রান্ত হয়েছেন সেখানকার সংখ্যালঘু হিন্দুরা । মণ্ডপ, প্রতিমা, বাড়ি ভাঙচুর করা হয়েছে ৷ ভেঙে ফেলা হয়েছে ইসকনের মন্দির । এই ঘটনায় সমগ্র বিশ্ব উত্তাল হয়েছে । প্রতিবাদ করেছে বিভিন্ন সংগঠন ৷ বাংলাদেশ ইতিমধ্যে 4000 জনকে আটক করে মামলা করা হয়েছে এবং একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে ।

হিন্দুদের পাশে দাঁড়াতে খড়গপুরে মোমবাতি মিছিল হিরণের

এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত । ইতিমধ্যেই ইসকন কর্তৃপক্ষ তাদের মন্দির ভাঙচুর আর সম্প্রতি ঘটে চলা ঘটনায় গোটা বিশ্ব জুড়েই প্রতিবাদের আবেদন জানিয়েছে । এই আবেদনে সাড়া দিয়েছে বিভিন্ন দেশ সহ আমেরিকা, রাশিয়া প্রভৃতি বিশ্বের শক্তিধর দেশগুলি । এই ঘটনায় এখনও রাজনৈতিক তরজা চলছে । যদিও এই নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন ভারতীয়রা । ভারতবর্ষের একাধিক জায়গায় রাস্তায় নেমেছে বহু মানুষ । দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানাচ্ছেন তাঁরা ।

আরও পড়ুন: চোলাই মদের রমরমা, অতিষ্ঠ হয়ে ঠেক ভাঙলেন মহিলারা

ABOUT THE AUTHOR

...view details