খড়গপুর, 20 অক্টোবর: বাংলাদেশের দুর্গা মণ্ডপ ভাঙচুরের প্রতিবাদ এবং আক্রান্তদের পাশে দাঁড়ালেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় । নিজের বিধানসভা এলাকার মানুষদের নিয়ে মোমবাতি মিছিল করেন তিনি ৷ তিনি বলেন, হিন্দুরা একত্রিত না হলে তাদের বাঁচানো সম্ভব নয় ৷
মঙ্গলবার গোটা তালবাগিচা এলাকা জুড়ে এই মিছিল পরিক্রমা করে । মিছিল শেষে বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় বলেন, "সম্প্রতি পুজোর সময় বাংলাদেশের যে নিকৃষ্টতর ঘটনা ঘটেছে তার প্রতিবাদের ভাষা নেই । একের পর এক মণ্ডপ আক্রান্ত হয়েছে ভাঙচুর করা হয়েছে প্রতিমা এবং আক্রান্ত হয়েছে হিন্দুরাও । এই নিয়ে আমাদের সবাইকে একত্রিত হতে হবে । কারণ, আমরা একত্রিত না হয়ে লড়লে কিছুতেই আমরা এই দুষ্কৃতীদের সঙ্গে পেরে উঠতে পারব না ।"
সম্প্রতি দুর্গা মণ্ডপ এবং ঠাকুর ভাঙচুরের ঘটনা ঘটেছে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে ৷ একাধিক মণ্ডপ ভাঙচুরের পাশাপাশি আক্রান্ত হয়েছেন সেখানকার সংখ্যালঘু হিন্দুরা । মণ্ডপ, প্রতিমা, বাড়ি ভাঙচুর করা হয়েছে ৷ ভেঙে ফেলা হয়েছে ইসকনের মন্দির । এই ঘটনায় সমগ্র বিশ্ব উত্তাল হয়েছে । প্রতিবাদ করেছে বিভিন্ন সংগঠন ৷ বাংলাদেশ ইতিমধ্যে 4000 জনকে আটক করে মামলা করা হয়েছে এবং একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে ।
হিন্দুদের পাশে দাঁড়াতে খড়গপুরে মোমবাতি মিছিল হিরণের এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত । ইতিমধ্যেই ইসকন কর্তৃপক্ষ তাদের মন্দির ভাঙচুর আর সম্প্রতি ঘটে চলা ঘটনায় গোটা বিশ্ব জুড়েই প্রতিবাদের আবেদন জানিয়েছে । এই আবেদনে সাড়া দিয়েছে বিভিন্ন দেশ সহ আমেরিকা, রাশিয়া প্রভৃতি বিশ্বের শক্তিধর দেশগুলি । এই ঘটনায় এখনও রাজনৈতিক তরজা চলছে । যদিও এই নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন ভারতীয়রা । ভারতবর্ষের একাধিক জায়গায় রাস্তায় নেমেছে বহু মানুষ । দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানাচ্ছেন তাঁরা ।
আরও পড়ুন: চোলাই মদের রমরমা, অতিষ্ঠ হয়ে ঠেক ভাঙলেন মহিলারা