ক্ষীরপাই, 4 অগস্ট: জরিমানার টাকা না-থাকলে পুলিশ তা ধার দিতেও রাজি ! কিন্তু, তা বলে আইন ভাঙা চলবে না ৷ অগত্য়া কর্তব্যরত পুলিশ আধিকারিকের কাছ থেকে টাকা ধার নিয়ে সেই পুলিশের হাতেই জরিমানার টাকা তুলে দিলেন ফুল বিক্রেতা ৷ এই ঘটনা পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই (Khirpai) পৌরসভা এলাকার হাটতলা বাজারের ৷ বৃহস্পতিবার এই বাজারে যৌথ অভিযান চালায় ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ এবং স্থানীয় পৌর কর্তৃপক্ষ ৷ সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাজারের ক্রেতা ও বিক্রেতারা 75 মাইক্রোনের নীচে প্লাস্টিক ব্যবহার করছেন কিনা, তা জানতেই এদিনের এই অভিযান (Plastic Raid) ৷ আর তাতেই ধরা পড়ে যান এক আইনভঙ্গকারী ৷ তরুণ মাইতি নামে ওই ফুল বিক্রেতাকে 500 টাকা জরিমানা করা হয় ৷ কিন্তু, তাঁর কাছে সেই টাকা ছিল না ৷ ফলে কর্তব্যরত এক পুলিশ আধিকারিকই তাঁকে সেই টাকা ধার দেন !
এই ঘটনায় কিছুটা হলেও চটেছেন তরুণ ৷ তাঁর বক্তব্য, দিনে সবেমাত্র 10 টাকার ফুল বিক্রি করতে পেরেছেন তিনি ৷ অথচ, জরিমানা দিতে হল 500 টাকা ! কিন্তু, তিনি যে নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে প্লাস্টিক ব্যবহার করছিলেন, তা নিয়ে উচ্চবাচ্য করেননি তরুণ ৷ তিনি জানিয়েছেন, পুলিশের কাছ থেকে ধার করা জরিমানার 500 টাকা পরে ক্ষীরপাই ফাঁড়িতে গিয়ে ফেরত দিতে আসবেন ৷