পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্ট্রংরুমে গেল নন্দীগ্রামের ইভিএম

গত 2 মে রবিবার ভোট গণনা হবার পর বিশৃঙ্খলা দেখা দেওয়ায় সমস্ত জিনিসপত্র আটকে পড়েছিল সরকারি হাই স্কুলে । গতকাল নতুন জেলাশাসক পূর্ণেন্দুকুমার মাঝির তৎপরতায় নির্বাচনী গুরুত্বপূর্ণ নথিগুলি স্কুল থেকে বের করে নিয়ে যাওয়া হয় ৷

স্ট্রংরুমে গেল নন্দীগ্রামের ইভিএম
স্ট্রংরুমে গেল নন্দীগ্রামের ইভিএম

By

Published : May 7, 2021, 10:33 AM IST

নন্দীগ্রাম, 7 মে : গণনা কেন্দ্রে থেকে স্ট্রং রুমে সরানো হল নন্দীগ্রাম বিভানসভা কেন্দ্রের ইভিএম মেশিন ৷

ভোট গণনায় কারচুপি ও পুনর্গণনার দাবিতে হলদিয়া মঞ্জুশ্রী মোড়ে পাঁচদিন ধরে ধরনা করে তৃণমূল কর্মী সমর্থকরা । বৃহস্পতিবার হলদিয়া গণনাকেন্দ্রে আটকে থাকা ভিভিপাট মেশিন, ইভিএম এবং নির্বাচনী জিনিসপত্র বিশাল পুলিশি নিরাপত্তায় বের করা হয় । গত 2 মে রবিবার ভোট গণনা হবার পর বিশৃঙ্খলা দেখা দেওয়ায় সমস্ত জিনিসপত্র আটকে পড়েছিল সরকারি হাই স্কুলে । গতকাল নতুন জেলাশাসক পূর্ণেন্দুকুমার মাঝির তৎপরতায় নির্বাচনী গুরুত্বপূর্ণ নথিগুলি স্কুল থেকে বের করে নিয়ে যাওয়া হয় ৷ রাজনৈতিক নেতাদের সামনে ভিডিও করে, ইভিএম ভর্তি বাক্স গুলিকে গুণে গুণে হলদিয়ার একটি ওয়ার হাউসে রাখা হয় ।

আরও পড়ুন : রিপোর্টের পর এবার চার সদস্যের স্বরাষ্ট্রমন্ত্রকের কমিটি নবান্নে

উল্লেখ্য, নন্দীগ্রামের ভোট গণনাকালে নাটকীয় মোড় দেখা দিয়েছিল । এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে হারিয়ে নন্দীগ্রাম থেকে জয়ী হয়েছেন । আর এই নিয়ে জলঘোলা হতে শুরু করে । বেশ কয়েক ঘন্টার পর আবার অবশ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী জানা যায় শুভেন্দু অধিকারীর প্রাপ্ত ভোটের সংখ্যা বেশি ৷ ফলে শুভেন্দু অধিকারীই নন্দীগ্রামের জয়ী প্রার্থী । এই খবর শুনতেই রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে উঠতে শুরু করে । তারপর পুণরায় গণনার দাবি জানানো হয় তৃণমূলের তরফ থেকে । কিন্তু নন্দীগ্রামে আর পুনর্গণনা নয় বলেই জানিয়ে দেন রিটার্নিং অফিসার ।

ABOUT THE AUTHOR

...view details