নন্দীগ্রাম, 7 মে : গণনা কেন্দ্রে থেকে স্ট্রং রুমে সরানো হল নন্দীগ্রাম বিভানসভা কেন্দ্রের ইভিএম মেশিন ৷
ভোট গণনায় কারচুপি ও পুনর্গণনার দাবিতে হলদিয়া মঞ্জুশ্রী মোড়ে পাঁচদিন ধরে ধরনা করে তৃণমূল কর্মী সমর্থকরা । বৃহস্পতিবার হলদিয়া গণনাকেন্দ্রে আটকে থাকা ভিভিপাট মেশিন, ইভিএম এবং নির্বাচনী জিনিসপত্র বিশাল পুলিশি নিরাপত্তায় বের করা হয় । গত 2 মে রবিবার ভোট গণনা হবার পর বিশৃঙ্খলা দেখা দেওয়ায় সমস্ত জিনিসপত্র আটকে পড়েছিল সরকারি হাই স্কুলে । গতকাল নতুন জেলাশাসক পূর্ণেন্দুকুমার মাঝির তৎপরতায় নির্বাচনী গুরুত্বপূর্ণ নথিগুলি স্কুল থেকে বের করে নিয়ে যাওয়া হয় ৷ রাজনৈতিক নেতাদের সামনে ভিডিও করে, ইভিএম ভর্তি বাক্স গুলিকে গুণে গুণে হলদিয়ার একটি ওয়ার হাউসে রাখা হয় ।