পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dev's Brother Allegation : তাঁকে শিখণ্ডি করে 'সেটেলমেন্ট' করছে তৃণমূল! বিস্ফোরক দেবের ভাই - TMC Doing Settlement

দেবের ভাই তথা কেশপুরের বাসিন্দা বিক্রম অধিকারীর অভিযোগ, তাঁকে সামনে রেখে সালিশি সভা থেকে মোটা অংকের টাকা নিয়ে বিভিন্ন বিবাদের 'সেটেলমেন্ট' করছেন স্থানীয় তৃণমূল নেতারা।

Devs Brother
দেবের ভাইকে সামনে রেখে সেটেলমেন্ট করছে তৃণমূল

By

Published : Apr 29, 2023, 1:03 PM IST

Updated : Apr 29, 2023, 1:22 PM IST

কাটমানি নিয়ে বিস্ফোরক দাবি করলেন দেবের ভাই

কেশপুর, 29 এপ্রিল: অভিনেতা তথা সাংসদ দেবের ভাইকে সামনে রেখে 'সেটেলমেন্ট' করছেন তৃণমূল নেতারা ৷ সমস্যা মেটানোর নামে সালিশি সভায় ডেকে নেওয়া হচ্ছে টাকা ৷ এবার দলের একাংশের বিরুদ্ধে মুখ খুলে এমনই বিস্ফোরক দাবি করলেন অভিনেতা তথা সাংসদ দেবের ভাই বিক্রম অধিকারী। আবাস যোজনার বাড়ি দুর্নীতি নিয়েও বিস্ফোরক দেবের ভাই। ঘটনায় প্রবল অস্বস্তিতে পড়েছে তৃণমূল । অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন শাসক দলের ব্লক সভাপতি।

বর্তমান রাজ্য-রাজনীতিতে অভিনেতা তথা সাংসদ দেব যে উল্লেখযোগ্য চরিত্র তা বলার অপেক্ষা রাখে না । দেবের গ্রামের বাড়ি কেশপুরের মহিষদাতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে পুজো পাঠ করে দিনযাপন করেন দেবের জাঠতুতো ভাই বিক্রম অধিকারী। এই বিক্রমই শনিবার খোদ দলের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ করে বসলেন। অভিযোগ, আবাস যোজনার বাড়ি পেতে দেবের তাঁকেও কাটমানি দিতে হয় ৷ 2016 সালে সরকারি আবাস যোজনায় বাড়ি পাওয়ার পর সেই আবাসের টাকা তুলে দিয়ে হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের হাতে। এর ফলে সেই সময় বাড়ি করা আর হয়ে ওঠেনি তাঁর।

পরবর্তীকালে মন্ত্রী শিউলি সাহা থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের জানিয়েও সুরাহা মিলেনি। একবার আবাস যোজনার তালিকায় নাম থাকার ফলে পরবর্তীকালে মেলেনি বাড়ি। বারবার আবেদন জানিয়েও ভগ্নপ্রায় জরাজীর্ণ বাড়িতেই এখন পরিবারকে নিয়ে দিনযাপন করতে হচ্ছে এই বিক্রম অধিকারীকে।

দ্বিতীয় অভিযোগ, তাঁকে সামনে রেখে সেটেলমেন্টের নামে তোলাবাজি করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এলাকায় সমস্যা সমাধানের নামে বিভিন্ন সালিশি সভায় ডেকে নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে। সামনে বসিয়ে রেখে দেবের ভাই পরিচয় দিয়ে মোটা অংকের টাকা নিয়ে বিভিন্ন বিবাদের সেটেলমেন্ট করছেন স্থানীয় তৃণমূল নেতারা। ঘরোয়া বিবাদই হোক কিংবা অন্য কোনও সমস্যা নিয়ে এলাকার মানুষ তৃণমূল নেতৃত্বের দ্বারস্থ হলে দেবের ভাইকে সামনে রেখে রীতিমতো রাজনৈতিক ব্যবসা করছে তৃণমূল নেতারা। যদিও এই অভিযোগের কোনওটাই অভিনেতা তথা সাংসদ দেবের কানে পৌঁছচ্ছে না-বলে দাবি দেবের ভাইয়ের। এই ঘটনায় কেশপুর ব্লক তৃণমূল সভাপতি প্রদ্যুৎ পাঁজার সাফাই দেন পুরো বিষয়ে খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা মিললে নেওয়া হবে কড়া ব্যবস্থা ৷

আরও পড়ুন:প্রকল্পের অর্ধেক টাকা নিয়েছেন অঞ্চল সভাপতি, বাকি ফিরিয়ে বিস্ফোরক তৃণমূল নেতা

উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে কেশপুরের এই মহিষদা গ্রামেই 18 জন বিজেপি কর্মীকে বয়কটের ডাক দিয়ে পোস্টার পড়েছিল। নাম জড়িয়েছিল শাসকদলের স্থানীয় নেতৃত্বের। তা নিয়ে বিস্তর জল ঘোলাও হয়। মুখ পোড়ে দলের। পরিস্থিতি নিয়ে মুখ খোলেন খোদ অভিনেতা সংসদ দেব। এরপর সেই মহিষদা গ্রামে স্থানীয় নেতৃত্বে বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন খোদ অভিনেতা সাংসদ দেবের ভাই। যা নিয়ে নতুন করে অস্বস্তিতে শাসক শিবির।

Last Updated : Apr 29, 2023, 1:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details