বেলদা (পশ্চিম মেদিনীপুর), ১০ মার্চ : বিস্ফোরণে কেঁপে উঠল পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত গাঙুড়িয়া। বিস্ফোরণে আহত হন ধীরেন্দ্রনাথ জানা নামে এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে।
তৃণমূল অঞ্চল সভাপতির বাড়িতে বিস্ফোরণ - one
আজ সন্ধ্যায় বিস্ফোরণ হয়। গ্রামবাসীরা প্রথমে ভেবেছিল হয়তো ভূমিকম্প হয়েছে। কিন্তু পরে একটি বাড়ির ছাদ উড়ে যাওয়া দেখে বুঝতে পারে বিস্ফোরণ হয়েছে। যে বাড়িটিতে বিস্ফোরণ হয়, সেটি ভগবান খাঁকারি নামে এক ব্যক্তির। স্থানীয়রা জানান, ভগবান খাঁকারি বিগত দু'বছর ধরে পার্টি করছেন। তিনি তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি।
আজ সন্ধ্যায় বিস্ফোরণ হয়। গ্রামবাসীরা প্রথমে ভেবেছিল হয়তো ভূমিকম্প হয়েছে। কিন্তু পরে একটি বাড়ির ছাদ উড়ে যাওয়া দেখে বুঝতে পারে বিস্ফোরণ হয়েছে। যে বাড়িটিতে বিস্ফোরণ হয়, সেটি ভগবান খাঁকারি নামে এক ব্যক্তির। স্থানীয়রা জানান, ভগবান খাঁকারি বিগত দু'বছর ধরে পার্টি করছেন। তিনি তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি। অভিযোগ, তাঁর বাড়িতে বোমা মজুত ছিল। বিস্ফোরণের পর ওই বাড়ির সদস্যরা বোমা মজুতের বিষয়টি অস্বীকার করেন। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে ভগবান খাঁকারির বাড়িতে ধীরেন্দ্রনাথ জানা কী করছিলেন ? কীভাবে বিস্ফোরণে তিনি আহত হলেন ? বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে সংশ্লিষ্ট বাড়িটির ছাদের চাল উড়ে যায়। ফাটল ধরে বাড়ির পাঁচিলের একাংশে। আশপাশের বাড়িগুলিতেও তীব্র কম্পন অনুভূত হয়। বিস্ফোরণের পর অভিযুক্তের বাড়ির চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল বোমার বস্তা। ঘটনার পরে বাড়ি থেকে বারুদের গন্ধ বেরোচ্ছিল।
ঘটনাস্থানে পৌঁছেছে পুলিশের পদস্থ আধিকারিকসহ একটি বিশেষ টিম। এলাকায় পরিদর্শন চলছে। উল্লেখ্য, মাস ছয় আগেই বোমা বিস্ফোরণ ঘটেছিল বেলদা থানারই অন্তর্গত নারায়ণগড়ে। সেইসময় তৃণমূল পার্টি অফিসে বোমা বিস্ফোরণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল।