মেদিনীপুর, 14 মার্চ : পৌরসভার ভোটের দামামা বেজে উঠেছে । আর তাই বামেরা রীতিমত নেমে পড়েছে দেওয়াল লিখনের কাজে । 5 নম্বর ওয়ার্ড, বিধাননগর এলাকায় দেওয়াল লিখতে শুরু করেছে বামফ্রন্টের কর্মীরা । বামেদের কর্মসূচি নিয়ে কটাক্ষ শাসকদলের ৷
শাসক দলের কাউন্সিলরের দাবি, যারা NPR করতে ব্যস্ত ও হার্মাদ গিরি করে, মানুষের সঙ্গে থাকে না তারাই প্রচারের কাজ শুরু করেছে । আসন্ন পৌরভোটে দেওয়াল লেখার কাজে এগিয়ে রইল বামেরা । বিধাননগর এলাকায় গতবারে প্রার্থীকে 632 ভোটে হারিয়ে জয় লাভ করেছিল তৃণমূল প্রার্থী মৌ রায় । তারপর দীর্ঘদিন ভোট না হওয়ার সুবাদে একচ্ছত্র দখলে ছিল এই তৃণমূল প্রার্থীর ।