ঘাটাল, 21 জুন : চার দিন কেটে গেলেও জল যন্ত্রণা থেকে মুক্তি নেই ঘাটালবাসীর । শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর কমলেও ঘাটাল ব্লকের 11টি অঞ্চল এবং ঘাটাল পৌরসভার 12 টি ওয়ার্ড এখনও জলমগ্ন । জলের তলায় চল গিয়েছে পানীয় জলের কল থেকে শুরু করে চাষের জমি ।
ঘাটাল ব্লকের অজবনগরের একাধিক পরিবার জলমগ্ন ৷ নৌকা ও ডিঙিতে করে চলছে পারাপার । একই ছবি ঘাটাল পৌরসভার 2 নম্বর ওয়ার্ডেও ৷ সেখানকার আড়গোড়া সড়কে জল থই থই অবস্থা ৷ সরকারি নৌকায় চলছে যাতায়াত । যদিও ঘাটালের নদীগুলির জলস্তর কমায় নতুন করে এলাকায় জল ঢোকেনি, আর এতেই কিছুটা স্বস্তি ঘাটালবাসীর । তবে এই অবস্থায় ব্যারেজের জল ছাড়লে বা পুনরায় বৃষ্টি হলে জল যন্ত্রণা আরও বাড়বে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের ।