ঘাটাল, 12 অগস্ট : দুদিন আগে ঘাটালের বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর তারপরই ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে একটি কমিটি গঠন করে রাজ্য সরকার । বুধবার দুপুরে ওই কমিটির চার সদস্যর একটি প্রতিনিধি দল হেলিকপ্টারে পৌঁছায় ঘাটালের বঙ্গবাসী ক্লাবের মাঠে । সেখান থেকে চলে যান ঘাটালের হরিশপুর,প্রতাপপুরে । শিলাবতী নদীতে নৌকায় ঘুরে দেখেন বাঁধগুলি, ঘুরে দেখেন বন্যা কবলিত এলাকাগুলি ।
নদী বাঁধ ও বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিকদের নিয়ে একটি বৈঠকও করা হয় বলে জানা গিয়েছে । চার সদস্যের এই প্রতিনিধি দলে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও নিকাশি বিভাগের প্রধান সচিব প্রভাত কুমার মিশ্র ।
আরও পড়ুন : Ghatal Flood : এখনও জল নামেনি ঘাটালে, বন্যা পরিস্থিতি তদারকিতে মমতা
মুখ্যমন্ত্রীর নির্দেশে কমিটি গঠন করে ঘাটালের বন্যার সার্বিক পরিস্থিতি সবটাই ঘুরে দেখা হয়েছে ৷ এই পরিস্থিতির উন্নতির জন্য, জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হবে এবং পরবর্তী সময়ে রিপোর্ট তৈরি করে তার কাজ শুরু হবে বলে জানান সেচ ও নিকাশি বিভাগের প্রধান সচিব প্রভাত কুমার মিশ্র। এদিন বন্যা ও নদী বাঁধ পরিদর্শনের পর ঘাটাল টাউন হলে প্রশাসনিক বৈঠকে বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়েও পর্যালোচনা হয়েছে, এমনটাই জানা গিয়েছে ।