পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নারায়ণগড়ে বাজ পড়ে মৃত 2 যুবতি - injured

ঝুমা সিং ও কণিকা সিং নামে দুই যুবতির বাজ পড়ে মৃত্যু হয় ৷ নারায়ণগড়ের মকরামপুর হীরাপারি গ্রামের ঘটনা ৷

নারায়ণগড়ে বাজ পড়ে মৃত 2 যুবতি

By

Published : Aug 28, 2019, 11:20 PM IST

নারায়ণগড়, 28 অগাস্ট : চাষের কাজ সেরে বাড়ি ফেরার পথে বাজ পড়ে মৃত্যু হল 2 যুবতির ৷ আহত 3 ৷ নারায়ণগড় থানার মকরামপুরের হীরাপারি গ্রামের ঘটনা ৷


আজ বিকেল চারটে নাগাদ মাঠের কাজ সেরে বাড়ি ফিরছিলেন ঝুমা সিং (24), কণিকা সিং (35) ও তাঁদের সহযোগীরা ৷ সেই সময় বৃষ্টি হচ্ছিল ৷ হঠাৎ বাজ পড়ে গুরুতর আহত হন ঝুমা ও কণিকা ৷ পরে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন ৷ এই ঘটনায় 3 জন আহত হয়েছেন ৷ তাঁরা মকরামপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন ৷ আহতদের মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে ৷

স্থানীয় বাসিন্দা তারাপদ সিং বলেন, "3টে 50 মিনিটে এই ঘটনা ঘটেছে ৷ বাজ পড়ে ঝুমা সিং ও কণিকা সিং মারা যান ৷ বাকি তিনজনকে মকরামপুর স্বাস্থকেন্দ্রে ভরতি করা হয় ৷"

ABOUT THE AUTHOR

...view details