পাণ্ডবেশ্বর, 14 মে : সম্পর্ক ছেড়ে বেরিয়ে এসেছে প্রেমিকা ৷ পুনরায় সম্পর্কে ফিরতে ক্রমাগত চাপ এবং হুমকি দিয়েও কাজ না-হওয়া শেষমেশ প্রাক্তন প্রেমিকার বাড়িতে বোমা ছুড়ল যুবক (Young man accused for bombing to his ex girlfriend house at Pandaveswar) ৷ পশ্চিম বর্ধমানে পাণ্ডবেশ্বরের এই ঘটনায় আহত 4 ৷ যার মধ্যে তরুণীর পরিবারের এক সদস্যও রয়েছেন ৷ বাকি তিনজন ভুড়ি ডোম বাউরি পাড়ার বাসিন্দা ৷ বোমাটি লক্ষ্যভ্রষ্ট হলেও বোমার স্প্লিনটারে জখম প্রত্যেকেরই চিকিৎসা চলছে স্থানীয় বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে ৷
ভুড়ি ডোম বাউরী পাড়ার বাসিন্দা পরেশ বাদ্যকর জানান, তাঁর মেয়ের সঙ্গে বোমাবাজিতে অভিযুক্ত রাজীব বাউরির প্রণয়ঘটিত সম্পর্ক ছিল ৷ কিন্তু গতবছর তাঁর মেয়ে সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসায় পরিস্থিতি জটিল হয় ৷ পুনরায় সম্পর্কে ফিরতে রাজীব বাউরি তাঁর মেয়ে এবং পরিবারকে হুমকি দিতে থাকে বলে অভিযোগ করেছেন পরেশ বাদ্যকর ৷ আগ্নেয়াস্ত্র দেখিয়ে সম্পর্কে ফেরার জন্য চাপ দেওয়া হত বলে জানায় মেয়েটির বাবা ৷ পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাওয়ায় সম্প্রতি অভিযুক্তের নামে পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ জানানো হয় ।