চিত্তরঞ্জন, 24 অগস্ট:স্বামীকে পুলিশে ধরেছে। আর এমন কথা শুনে সত্য ও মিথ্যা বিচার না-করেই নিজের গয়না-সহ অন্যান্য মূল্যবান সম্পত্তি ও নথিপত্র এক প্রতারকের হাতে তুলে দিলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে চিত্তরঞ্জন রেল শহরের 54 নম্বর স্ট্রিটে । ঘটনার তদন্তে চিত্তরঞ্জন থানার পুলিশ। যদিও ওই প্রতারকের এখনও পর্যন্ত কোন খোঁজ মেলেনি।
জানা গিয়েছে, চিত্তরঞ্জন আর কারখানার কর্মী ওয়াই আর মূর্তি । তিনি চিত্তরঞ্জন রেল শহরের 54 নম্বর স্ট্রিটে 21/এ আবাসনে থাকেন । বুধবার অন্যান্য দিনের মতোই চাকরিতে চিত্তরঞ্জন রেল কারখানায় গিয়েছিলেন তিনি । তাঁর স্ত্রী জগদেশ্বরী দেবী দুপুরে একাই ছিলেন আবাসনে । সেই সময় এক ব্যক্তি এসে দরজা ঠকঠক করে । শুধু তাই নয়, জগদেশ্বরীকে বৌদি বলেও সম্মোধন করে ওই ব্যক্তি । গৃহবধূ প্রথমে ভাবেন যে ওই ব্যক্তি তার চেনা । কিন্তু দরজা খুলে দেখেন অচেনা মানুষ ।
জগদেশ্বরী দেবী বলেন, "ওই ব্যক্তি বাড়িতে ঢুকে আমাকে জানান আমার স্বামীকে পুলিশে গ্রেফতার করেছে । শুধু স্বামীকে নয়, তাঁর দুই সহকারীকেও গ্রেফতার করেছে পুলিশ । অফিসের কিছু গুরুত্বপূর্ণ নথি চুরি করার কারণেই নাকি আমার স্বামীকে গ্রেফতার করা হয়েছে । পুলিশ আমার বাড়িতে এসে তল্লাশি চালাবে ৷ আর সেই সময় গুরুত্বপূর্ণ যাবতীয় নথি এবং মূল্যবান সম্পত্তি পুলিশ হাতিয়ে নিতে পারে । তাই সেগুলিকে সরিয়ে ফেলতে বলেন ওই ব্যক্তি । আমি মুহূর্তে বুঝতে পারিনি এবং হকচকিয়ে যাই । তারই সুযোগ নিয়ে ওই ব্যক্তি বলেন, আমাকে দিয়ে দিন যা যা আপনার কাছে আছে । আমি সেগুলো নিয়ে চলে যাচ্ছি । আমি আপনার স্বামীর বন্ধু । একবার স্বামীকে ফোন করতেও চেয়েছিলাম ।"