পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ECL আবাসনে অসামাজিক কাজকর্মের অভিযোগ, আটক 2 মহিলা-সহ 4

আবাসনের তালাবন্ধ ঘরে নিরাপত্তারক্ষীদের মদতে অসামাজিক কাজকর্ম চলে ৷ এই অভিযোগ অনেকদিনের ৷ আজ হাতে নাতে দুই মহিলাসহ চারজনকে আটক করে অণ্ডাল থানার পুলিশ ৷

ECL
ECL-এ আবাসনে অসামাজিক কাজকর্মের অভিযোগ

By

Published : Nov 24, 2020, 8:37 PM IST

দুর্গাপুর, 24 নভেম্বর : রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের ফাঁকা আবাসনে চলে কুকর্ম । আবাসিকদের অনেকদিনের অভিযোগ ৷ আজ সেই ফাঁকা আবাসন থেকে দুই মহিলা-সহ চারজনকে অণ্ডাল থানার পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী ।

অণ্ডালের কেন্দা ফাঁড়ি এলাকার ECL শোনপুর বাজারি প্রজেক্টের আবাসনে কয়েক'টি তালাবন্ধ ঘর রয়েছে । ECL কর্মীদের পরিবারও থাকে এই আবাসনে । তাদের অভিযোগ, আবাসনের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের মদতে ওই তালাবন্ধ ঘরগুলিতে মাঝে মধ্যেই মদ্যপানের আসর বসে ৷ এমনকি দেহ ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কাজকর্ম চলে ।

আজ সকালে আবাসনের তালাবন্ধ একটি ঘরে দুই মহিলা এবং দু'জন যুবককে ঢুকতে দেখে বাসিন্দারা ৷ এরপর ঘরের দরজায় ধাক্কা মারে তারা ৷ কেউ দরজা না খুললে খবর দেওয়া হয় স্থানীয় কেন্দা ফাঁড়ির পুলিশকে । পুলিশ এসে ওই ঘর থেকে দুই মহিলাৃসহ চারজনকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায় ।

স্থানীয়রা জানান, ওই ঘর থেকে মিলেছে মদের বোতল ৷ টিভিতে নীল ছবি চলতে দেখা যায় ৷ পাশাপাশি স্থানীয়দের আরও অভিযোগ, আবাসনের নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছে তারাই আসলে এই অপকর্মের মূল মদতদাতা ।

ABOUT THE AUTHOR

...view details