দুর্গাপুর, ২০ ফেব্রুয়ারি : দুর্গাপুরের কমলপুরে একটি বেসরকারি কারখানায় আগুন লাগে। ঘটনাস্থানে দমকলের চারটি ইঞ্জিন এসে পৌঁছায়। শেষে রাত সাড়ে ১২টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।
ট্রান্সফরমার ফেটে আগুন লাগল কারখানায় - kamalpur
দুর্গাপুরের কমলপুরে একটি বেসরকারি কারখানায় আগুন লাগে। দমকলের চারটি ইঞ্জিনের সহায়তায় রাত সাড়ে ১২টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার সন্ধ্যা ৬ টার সময় কারখানার ট্রান্সফরমারে আগুন লাগে। এই ট্রান্সফরমারে প্রায় ১২০০০ থেকে ১৫০০০ লিটার তেল থাকে। এরপর ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। তার জেরে কারখানার দু'নম্বর ফার্নেসে উত্তপ্ত তেল ছড়িয়ে পড়ে। কারখানার ভাইস প্রেসিডেন্ট বিজয় কুমার মহান্তি দাবি করেন, আগুন লাগার জেরে দু'নম্বর ফার্নেস পুড়ে ছাই হয়ে যায়। কারখানার এক আধিকারিক বলেন, আগুন লাগার জেরে ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।
আগুন লাগার খবর পেয়ে প্রথমে ঘটনাস্থানে দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছায়। পরে আরো দুটি ইঞ্জিন আসে। দমকলের এক আধিকারিক দাবি করেন, "জলের অভাবে আগুন নেভাতে সমস্যা হয়েছে।" আগুনে হতাহতের কোনো খবর নেই। শ্রমিকদের একটা অংশ দাবি করেছে, "এই কারখানায় এর আগেও আগুন লাগার ঘটনা ঘটেছে।"