কাঁকসা, 10 জুন : তৃণমূল কংগ্রেসের শাসনকালে তাদেরই এক পঞ্চায়েত সদস্যকে স্বামী সহ রাত্রি যাপন করতে হলো থানায়। তাঁর অভিযোগ লোকসভার ফলাফল ঘোষণার পর থেকে তাঁকে ফোনে হুমকি দিচ্ছে স্থানীয় এক BJP কর্মী । অভিযোগ করা সত্ত্বেও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ । পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে থানা চত্বরে রাত কাটালেন তৃণমূলনেত্রী ।
কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং কাঁকসা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী স্বপ্না বৈদ্য এবং তাঁর স্বামী হ্যাপি বৈদ্যর অভিযোগ, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই তাঁর বাড়িতে হামলা হয়েছে । বাড়িতে ভাঙচুর করা হয়েছে । রাজকুমার নামে এক ব্যক্তি নিজেকে BJP কর্মী বলে পরিচয় দিয়ে হুমকি দিচ্ছে। ওই ব্যক্তি ফোনে তাঁদের কাছে টাকা দাবি করেছে ।
একাধিক ফোন নম্বর থেকে স্বপ্না বৈদ্য এবং তাঁর স্বামীকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ । কখনো সাড়ে তিন লক্ষ, আবার কখনও 4 লক্ষ টাকা দাবি করছে রাজকুমার । এই ঘটনা কাঁকসা থানায় জানানোর পরে দুজন সিভিক ভলান্টিয়ারকে স্বপ্না বৈদ্যর বাড়ির সামনে মোতায়েন করা হয়। কিন্তু তারপরও হুমকি কমেনি ।