দুর্গাপুর, 16 মে : কেন্দা এরিয়ার সিঁদুলি ওসিপি বা খোলামুখ খনির সম্প্রসারণের কাজ শাসক দলের পঞ্চায়েত প্রধান ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে (TMC Allegedly Stops Mining Expansion Work at Kenda Paschim Bardhaman) । সিঁদুলি কোলিয়ারির ম্যানেজার বিনয় কুমার তিওয়ারি অভিযোগ করেন, চলতি মাসের 12 তারিখ রাতে প্রধান ও তাঁর দলবল এসে কাজ বন্ধ করে দেন । যেখানে খনির সম্প্রসারণের কাজ চলছিল, সেখানে তৃণমূলের পতাকা বসিয়ে দেন তাঁরা । এই বিষয়ে পশ্চিম বর্ধমানের অন্ডাল থানায় লিখিত অভিযোগ জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড (ECL Files Complaint in this Issue) ৷
খান্দরা পঞ্চায়েতের প্রধান শ্যামলেন্দু অধিকারী বলেন, "2021-এ এই খনি সম্প্রসারণের কাজ শুরু হলেও ইসিএল কর্তৃপক্ষ স্থানীয়দের সঙ্গে কোনও আলোচনা করেনি । তাই গ্রামের বাসিন্দারা সিঁদুলি বাঁচাও কমিটি গঠন করে । 15 দফা দাবি জানানো হলেও, তার যথাযথ উত্তর মেলেনি । এখানে কোনও ভাবেই ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য আন্দোলন হয়নি । আমার নামে থানায় অভিযোগ হয়েছে, এমন কথা আমি এখনও জানি না ।"