পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কর্মীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লক্ষাধিক টাকার মদ লুট - লুঠ হওয়া মদের দোকানে অন্ডাল থানার পুলিশ

লকডাউনে বন্ধ দেশি, বিদেশি মদের দোকান ৷ আর সেই সুযোগ নিয়েই দোকানের কর্মচারীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে আনুমানিক দশ লক্ষ টাকার মদ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷ তদন্তে অন্ডাল থানার পুলিশ ।

লুঠ হওয়া মদের দোকানে অন্ডাল থানার পুলিশ
লুঠ হওয়া মদের দোকানে অন্ডাল থানার পুলিশ

By

Published : May 31, 2021, 3:28 PM IST

দুর্গাপুর, 31 মে : নেশা বড় বালাই ৷ লকডাউনে বন্ধ দেশি, বিদেশি মদের দোকান। আর সেই সুযোগ নিল দুষ্কৃতীরা ৷ গতকাল রাত প্রায় 10 টা নাগাদ অন্ডাল থানার ধান্ডারডিহি গ্রামে একটি দেশি ও বিদেশি মদের দোকানের কর্মচারীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে কয়েক লক্ষ টাকার বিদেশি মদ লুট করল চোরেরা।

ওই দোকানের কর্মচারীদের অভিযোগ রাতে মোবাইলে সিনেমা দেখার সময় অতর্কিত দুই দিকের রাস্তা দিয়ে 4 জন ব্যক্তি প্রথমে ঢুকে তাদের মারধর করে এবং আগ্নেয়াস্ত্র মাথায় ঠেকিয়ে সবাইকে এক জায়গায় একত্রিত করে লুটপাট চালায় । পরে আরও কয়েকজন দুষ্কৃতী গাড়ি নিয়ে এসে প্রায় 10 পেটি বিদেশি মদের বোতল নিয়ে চম্পট দেয় বলে জানায় কর্মচারীরা । দোকানের কর্মচারীদের কথায় প্রায় দশ লক্ষাধিক টাকার মদ নিয়ে পালায় দুষ্কৃতীরা। তবে এত টাকার মদ আদৌও দোকানে ছিল কি না তা তদন্ত সাপেক্ষ । ঘটনাস্থলে গিয়ে কর্মচারীদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে অন্ডাল থানার পুলিশ ।

কর্মীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুট লক্ষাধিক টাকার মদ

আরও পড়ুন: আলাপন বন্দ্যোপাধ্যায়কে এভাবে ডেকে পাঠানো নিন্দনীয়, বললেন সৌগত

উল্লেখ্য এর আগে লকডাউনেও দুর্গাপুরের বেশ কয়েকটি বন্ধ মদের দোকানে চুরির ঘটনা ঘটেছিল । মদের দোকান বন্ধ । আড়ালে মদ বিক্রি হচ্ছে চড়া দামে বলে অভিযোগ উঠছে । মদের চাহিদা তুঙ্গে থাকার কারণেই যে লকডাউনে দুষ্কৃতীদের কাছে এই মদের দোকানগুলি সফট টার্গেট হয়ে উঠছে তা কার্যত স্পষ্ট । ঘটনার তদন্তে নেমেছে অন্ডাল থানার পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details