আসানসোল, 5 সেপ্টেম্বর: একই এলাকার দু'টি বাড়িতে চুরি ৷ ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মহিশীলা কলোনির খেজুরতলা এলাকায় ৷ বাড়িগুলিতে কেউ না-থাকার সুযোগেইন এমন ঘটনা বলে মনে করছেন দুই বাড়ির সদস্যরা ৷ সোমবার ভর সন্ধ্যায় এই চুরির ঘটনা ঘটেছে বলে পুলিশোর প্রাথমিকভাবে অনুমান ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷ আসানসোলের একটি বেসরকারি হাসপাতালের নার্স শুভ্রা চট্টোপাধ্যায় জানিয়েছেন, তাঁদের বাড়িতে কেউ ছিল না ৷ কর্মসূত্রে বাবা-মা এবং তিনি তিনজনই বাড়ির বাইরে ছিলেন ৷ রাতে তিনজন বাড়ি ফিরে ফেরেন ৷ সোমবার রাতে শুভ্রার মা প্রথমে দেখেন বাড়ির দরজা খোলা ৷
এরপর বাড়ির ভিতরে ঢুকতেই বিষয়টি স্পষ্ট হয় ৷ আলমারি খুলে লকার ভেঙে সোনার গয়না, বাড়িতে থাকা বেশ কিছু টাকা ও মূল্যবান নথিপত্র নিয়ে চম্পট দিয়েছে চোরেরা ৷ ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়েছেন শুভ্রা চট্টোপাধ্যায় এবং তাঁর পরিবার ৷ তিনি বলেন, "অনেক গুরুত্বপূর্ণ জিনিস ছিল ৷ এখন আর সেসব নেই ৷ মা ব্যবসার কিছু জমানো টাকা রেখেছিলেন ৷ সে সবই চলে গিয়েছে ৷"