পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Asansol Theft Incident: পরপর দু'টি বাড়িতে দুঃসাহসিক চুরি, তদন্ত শুরু পুলিশের

আসানসোলের মহিশীলা এলাকায় দু'টি বাড়িতে চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা ৷ দু'টি বাড়িতেই চুরির সময় কেউ ছিল না ৷ পুলিশ ঘটনার তদন্তে নেমেছে ৷

ETV Bharat
আসানসোলের মহিশীলায় দু'টি বাড়িতে চুরি

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 6:35 PM IST

পশ্চিম বর্ধমানে আসানসোলে দু'টি বাড়িতে চুরি

আসানসোল, 5 সেপ্টেম্বর: একই এলাকার দু'টি বাড়িতে চুরি ৷ ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মহিশীলা কলোনির খেজুরতলা এলাকায় ৷ বাড়িগুলিতে কেউ না-থাকার সুযোগেইন এমন ঘটনা বলে মনে করছেন দুই বাড়ির সদস্যরা ৷ সোমবার ভর সন্ধ্যায় এই চুরির ঘটনা ঘটেছে বলে পুলিশোর প্রাথমিকভাবে অনুমান ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷ আসানসোলের একটি বেসরকারি হাসপাতালের নার্স শুভ্রা চট্টোপাধ্যায় জানিয়েছেন, তাঁদের বাড়িতে কেউ ছিল না ৷ কর্মসূত্রে বাবা-মা এবং তিনি তিনজনই বাড়ির বাইরে ছিলেন ৷ রাতে তিনজন বাড়ি ফিরে ফেরেন ৷ সোমবার রাতে শুভ্রার মা প্রথমে দেখেন বাড়ির দরজা খোলা ৷

এরপর বাড়ির ভিতরে ঢুকতেই বিষয়টি স্পষ্ট হয় ৷ আলমারি খুলে লকার ভেঙে সোনার গয়না, বাড়িতে থাকা বেশ কিছু টাকা ও মূল্যবান নথিপত্র নিয়ে চম্পট দিয়েছে চোরেরা ৷ ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়েছেন শুভ্রা চট্টোপাধ্যায় এবং তাঁর পরিবার ৷ তিনি বলেন, "অনেক গুরুত্বপূর্ণ জিনিস ছিল ৷ এখন আর সেসব নেই ৷ মা ব্যবসার কিছু জমানো টাকা রেখেছিলেন ৷ সে সবই চলে গিয়েছে ৷"

অন্যদিকে শুভ্রা চট্টোপাধ্যায়ের পাশে প্রতিবেশী সুনীল দের বাড়িতে একইভাবে চুরির ঘটনা ঘটেছে ৷ বাড়ির কর্তা সুনীলকুমার দে বলেন, "বাড়িতে মিস্ত্রি কাজ করছিল ৷ বাড়িটি এমনিতে তালাবন্ধ থাকে ৷ দুর্গাপুজোতে সবাই আসে ৷ রোজ সকাল ও সন্ধ্যায় এই বাড়িতে আসি ৷ হঠাৎ খবর পেলাম, বাড়িতে চুরি হয়েছে ৷"

তিনি আরও জানান, এই বাড়িতে কেউ থাকে না ৷ তাই ঠাকুরের বাসনপত্র, ঠাকুরের গয়না-সহ বেশ কিছু মূল্যবান সম্পত্তি চোরেরা হাতিয়ে নিয়ে গিয়েছে বলে আক্ষেপ করেন সুনীলকুমার দে ৷ তিনি বলেন, "এসে দেখি, বাড়ির দরজাগুলি খোলা ৷ ভিতরে ঢুকে ঠাকুরের বাসন, সোনার গয়না- সব কিছু নিয়ে গিয়েছে ৷" চুরির খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ পুলিশের অনুমান, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়েই চোরেরা চুরি করেছে ৷ চোরদের সন্ধানে তল্লাশি চলছে ৷

আরও পড়ুন: প্রতারণার অভিযোগ, সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানকে তলব ইডি’র

ABOUT THE AUTHOR

...view details