দুর্গাপুর 14 এপ্রিল : কোরোনা সংক্রমণ রোধে রাজ্য তথা গোটা দেশে জারি রয়েছে লকডাউন । জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে । সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে সকলকে । জমায়েত এড়াতে বেশিরভাগ ধর্মীয় স্থানই বন্ধ করে দেওয়া হয়েছে । আজ পয়লা বৈশাখের দিনেও বন্ধ থাকল দুর্গাপুরের ভিড়িঙ্গি শ্মশান কালী মন্দির ।
প্রত্যেকবার এই দিনে জমজমাট থাকে মন্দির চত্বর । কিন্তু এবার একেবারে সুনসান । লকডাউন চলাকালীন এই মন্দির বন্ধ হয়ে যায় দর্শনার্থীদের জন্য । অন্যান্য বছর পয়লা বৈশাখের দিন মন্দিরে দর্শনার্থীদের সমাগমে তিল ধারণের জায়গা থাকে না । কিন্তু এবার ছবিটা অন্যরকম । দু-একজন অবশ্য বন্ধ গেটের বাইরে মোমবাতি,প্রদীপ জ্বালিয়ে পুজো দেন ।