বর্ধমান, 9 এপ্রিল: আজ মনোনয়নপত্র জমা করেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সুরিন্দর সিং আলুয়ালিয়া।
মনোনয়ন জমা দিলেন BJP প্রার্থী সুরিন্দর সিং আলুয়ালিয়া - tmc
মনোনয়ন জমা করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সুরিন্দর সিং আলুয়ালিয়া।
"দেরিতে নামা আর আগে নামার তফাৎটা কী? বিচার তো জনগণ করবেন।" সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ এই মন্তব্য করেন তিনি। তিনি জানান, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের কিছু অঞ্চল কৃষিভিত্তিক আর কিছু এলাকা শিল্পাঞ্চল। ফলে কৃষি ও শিল্প উভয় ক্ষেত্রেই উন্নয়ন তাঁর লক্ষ্য। তিনি আরও বলেন, "আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও BJP-র বিচারধারা হল নতুন টেকনোলজি এনে কীভাবে উদ্যোগকে আরও উন্নত করা যায়। কীভাবে বেশীরভাগ মানুষের কর্মসংস্থান করা যায়। আজ দুর্গাপুর সহ গোটা রাজ্যের অধিকাংশ কলকারখানাই বন্ধ হয়ে যাচ্ছে। রাজ্যের নীতি অনুসারে 154 একর জমি প্রয়োজন। তাকে হস্তান্তর করতে হবে। সেই ফাইলটাই এখনো পর্যন্ত আটকে আছে। সেটা না হওয়া পর্যন্ত মডার্নাইজেশন করা যাচ্ছে না। একমাত্র দুর্গাপুরে হিন্দুস্থান ফার্টিলাইজার কারখানায় কোনও কাজ করা যাচ্ছে না। বাকি সব জায়গায় কাজ শুরু হয়ে গেছে।"