পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইস্টবেঙ্গলের শতবর্ষে লাল-হলুদ মাস্ক বিলি আসানসোলে - আসানসোল

শতবর্ষে পা দিল ইস্টবেঙ্গল । আর দিনটিকে স্মরণীয় করে রাখতে কোরোনা আতঙ্ক দূরে সরিয়ে বাড়ির বাইরে এল মানুষ । আজ আসানসোলের মহিশীলা কলোনিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয় ।

লাল-হলুদ মাস্ক বিলি আসানসোলে
লাল-হলুদ মাস্ক বিলি আসানসোলে

By

Published : Aug 1, 2020, 7:05 PM IST

আসানসোল, 1 অগাস্ট : ইস্টবেঙ্গলের শতবর্ষ । দেশের নানা প্রান্তে অনুষ্ঠান করে দিনটিকে পালন করা হচ্ছে । দিনটি উদযাপনের ছবি দেখা গেল আসানসোলের মহিশীলায় ৷ তবে যেহেতু কোরোনা আবহ, তাই সচেতনতা বৃদ্ধি করতে লাল-হলুদ মাস্ক বিলি করলেন ইস্টবেঙ্গল সমর্থকরা ৷

শনিবার শতবর্ষে পা দিল ইস্টবেঙ্গল । আর দিনটিকে স্মরণীয় করে রাখতে কোরোনা আতঙ্ক দূরে সরিয়ে বাড়ির বাইরে এলেন সমর্থকরা। আজ আসানসোলের মহিশীলা কলোনিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয় । গোটা এলাকা সাজানো হয় লাল হলুদ-বেলুন দিয়ে । এছাড়াও কাগজ ও কাপড়ের লাল হলুদ পতাকাতেও মুড়ে ফেলা হয় ৷

ইস্টবেঙ্গল ক্লাবের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় । এরপর প্রবীণ সমর্থকদের দিয়ে কেক কাটা হয় । ছিল মিষ্টি মুখের আয়োজনও । পথচলতি মানুষজনকে মিষ্টিমুখ করানো হয় । তবে, এদিনের অনুষ্ঠানের চমক ছিল ইস্টবেঙ্গল ক্লাবের লোগো সম্বলিত আকর্ষণীয় মাস্ক বিতরণ । কোরোনা পরিস্থিতিতে প্রিয় ক্লাবের নামে মাস্ক নিতে সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ।

লাল-হলুদ মাস্ক বিলি আসানসোলে

আরও পড়ুন :- ময়দানের রং লাল-হলুদ, আতঙ্কের মাঝেই শতবর্ষে ইস্টবেঙ্গল

স্থানীয় এক ইস্টবেঙ্গল সমর্থক জানান, ‘‘আজ ক্লাবের জন্মদিন পালন করছি আমরা ৷ সরকারি বিধিনিষেধ মেনে নির্দিষ্ট সোশাল ডিসটেন্স মেনেই অনুষ্ঠান করা হচ্ছে । আমাদের অনুষ্ঠান মঞ্চ থেকে মাস্ক বিলিও করা হয় । তবে অনান্য বছরের মতো এ বছরে কোরোনা পরিস্থিতিতে আমরা কোনও ক্রীড়া প্রতিযোগিতা করতে পারিনি । ভবিষ্যতে আমরা ক্রীড়া প্রতিযোগিতা করব ।’’

ABOUT THE AUTHOR

...view details