পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Global Teachers Award: আদিবাসী সমাজে অভিনব উপায়ে শিক্ষাদান, আন্তর্জাতিক পুরস্কারের দৌড়ে 'রাস্তার মাস্টার' - আসানসোলের খবর

Asansol Street teacher: আদিবাসী সমাজে অভিনব উপায়ে শিক্ষাদান করে চলেছেন আসানসোলের রাস্তার মাস্টার ৷ আর এ ভাবেই আন্তর্জাতিক পুরস্কারের দৌড়ে চলে গেলেন তিনি ৷

Global Teachers Award
আন্তর্জাতিক পুরস্কারের দৌড়ে 'রাস্তার মাস্টার'

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2023, 1:40 PM IST

আন্তর্জাতিক পুরস্কারের দৌড়ে 'রাস্তার মাস্টার'

আসানসোল, 3 নভেম্বর: আদিবাসী পাড়ায় চারপাশে মাটির নিকোনো দেওয়াল । আর সেই দেওয়ালে আঁকা হয়েছে ব্ল্যাকবোর্ড । ছাত্রছাত্রীরা তো বটেই, তাদের মা, ঠাকুমা তিন প্রজন্ম মিলে সেই ব্ল্যাকবোর্ডে লিখছে অ-আ-ক-খ । ছাত্রছাত্রীরা সুরে সুরে বলে উঠছে 'জমা জল যেথায়, ডেঙ্গুর মশা সেথায় ৷" এমনই অভিনব ভাবে আদিবাসী ছাত্রছাত্রীদের পাঠদান করেন জামুড়িয়ার তিলকা মাঝি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দীপনারায়ণ নায়ক । যিনি কোভিডকালের পর থেকে রাস্তার মাস্টার হিসেবে চিহ্নিত । আর এ বার তাঁর এই অভিনব পাঠদানের জন্য তিনি আন্তর্জাতিক স্তরে স্বীকৃতির দৌড়ে ।

ইউনেস্কো, ভারতী ফাউন্ডেশন এবং দুবাই কেয়ার - এই তিনটি সংগঠন যৌথভাবে ঘোষণা করেছে গ্লোবাল টিচার্স অ্যাওয়ার্ড । আর সেই অ্যাওয়ার্ডের প্রথম দশে নাম উঠে এসেছে দীপনারায়ণ নায়কের । আগামী আট নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত হবে এই গ্লোবাল টিচার্স অ্যাওয়ার্ড অনুষ্ঠান । সেখানে দীপনারায়ণ নায়ক নিজে উপস্থিত থাকবেন । তিনি যাতে প্রথম স্থানে থেকে এই গ্লোবাল টিচার্স অ্যাওয়ার্ড জিতে আসতে পারেন সেই কারণে তাঁকে শুভেচ্ছার বন্যায় ভরিয়ে দিয়েছেন তাঁর সহকর্মী থেকে শুরু করে জামুড়িয়া চক্রের স্কুল পরিদর্শক, এমনকি জেলার স্কুল পরিদর্শকও ।

দীপনারায়ণ ইটিভি ভারতকে জানিয়েছেন, "শিক্ষকতার জন্য আমাকে সারা দেশ থেকে বেছে নেওয়া হয়েছে । এ আমার কাছে বড় গর্বের । তবে আগামী দিনে আরও দায়িত্ব বেড়ে গেল । প্রান্তিক অঞ্চলের মানুষদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে আমি বদ্ধপরিকর ।"

আসানসোলের জামুড়িয়ান নন্ডিগ্রামের বাসিন্দা দীপনারায়ণ নায়ক । পরিবারে তেমন স্বচ্ছলতা ছিল না । তাই উচ্চশিক্ষার স্বপ্ন থাকলেও বেশি দূর যেতে পারেননি । নিতে হয়েছিল সরকারি স্কুলে শিক্ষকতার কাজ । জামুড়িয়া তিলকা মাঝি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দীপনারায়ণ নায়ক । স্কুলছুট ছাত্রছাত্রীদের স্কুলে ফিরিয়ে নিয়ে আসা এবং কোথাও কোথাও প্রথম প্রজন্মের আদিবাসী সমাজের শিশুদের আলোকিত করা, এমন উদ্দেশ্যেই বাড়ি বাড়ি গিয়ে ছাত্রছাত্রীদের নিয়ে আসতেন স্কুলে । কিন্তু বাধ সাধল কোভিড । স্কুল বন্ধ হয়ে গেল । শুরু হল অনলাইন ক্লাস । কিন্তু আদিবাসী ছাত্রছাত্রীরা কোথায় পাবে অ্যান্ড্রয়েড ফোন ? আর এই অবস্থায় যদি পঠনপাঠন বন্ধ হয়ে যায়, তাহলে তাদের আর স্কুলমুখী করা যাবে না । আর তাই অভিনব ভাবনা ভাবলেন দীপনারায়ণ নায়ক । তিনি রাস্তাকেই স্কুল তৈরি করলেন । আদিবাসী পাড়ায় মাটির দেওয়াল হয়ে উঠল ব্ল্যাকবোর্ড এবং ছাত্রছাত্রীদের রাস্তায় বসিয়েই সামাজিক দূরত্ব মেনে পাঠদান করতে শুরু করলেন ৷ অভিনব এই ভাবনার কথা ছড়িয়ে পড়ল চারিদিকে । দীপনারায়ণ হয়ে গেলেন রাস্তার মাস্টার ।

আরও পড়ুন:নিজে দৃষ্টিহীন হয়েও শিক্ষার আলো দেখাচ্ছেন এই শিক্ষক

বর্তমানে দীপনারায়ণ নায়ক এ রকম ভাবে রাস্তায় বেশ কয়েকটি গ্রামে স্কুল চালান । বহু স্কুলছুট ছাত্রছাত্রীদের ফিরিয়ে নিয়ে এসেছেন স্কুলে । তবে শুধু ছাত্রছাত্রীরাই নয়, তাদের মা, ঠাকুমাদেরও পাঠদান করেন দীপনারায়ণ নায়ক । অভিনব ভাবে সুরে ছন্দে কবিতায় মানুষজনের মধ্যে ঢুকিয়ে দেন শিক্ষার আলো । সচেতন করেন মানুষকে । আর এ বার তাঁর এই অভিনব ভাবনারই স্বীকৃতি মিলতে চলেছে আন্তর্জাতিক স্তরে ।

ইউনেস্কো, ভারতী ফাউন্ডেশন এবং দুবাই কেয়ার - এই তিনটি সংগঠন গ্লোবাল টিচার্স অ্যাওয়ার্ড 2023-এর জন্য দীপনারায়ণ নায়কের নাম মনোনয়ন করেছে ভারত থেকে । এ দেশ থেকে শিক্ষকতার জগতে একমাত্র দীপনারায়ণ নায়ক প্রথম দশে স্থান পেয়েছেন । আগামী আট নভেম্বর প্যারিসে এই পুরস্কার দেওয়া হবে । প্রথম স্থানে তিনি আসতে পারলেই মিলবে গ্লোবাল টিচার্স অ্যাওয়ার্ড । আর তার এই সাফল্য কামনায় তাঁকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিম বর্ধমান জেলার প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শক দেবব্রত পাল । তিনি বলেন, "আমাদের গর্ব দীপনারায়ণ নায়ক । সরকারি স্কুলের শিক্ষকের এই স্বীকৃতি মানুষের ভরসা বাড়াবে সরকারি স্কুলের প্রতি এবং মানুষজন তাঁদের ছেলেমেয়েদের আরও পাঠাবেন । আমরাও তাঁদের ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তুলতে পারব ।"

জামুড়িয়া চক্রের প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক অরিজিত মণ্ডল জানিয়েছেন, "আমরা সমস্ত শিক্ষক-শিক্ষিকারা তাঁকে শুভেচ্ছা জানাই । যেন তিনি প্যারিসে গিয়ে প্রথম পুরস্কার জয় করে নিয়ে আসতে পারেন । আমরা এমনিতেই গর্বিত তাঁকে নিয়ে । আমাদের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানোর ব্যবস্থা করা হবে ।"

ABOUT THE AUTHOR

...view details