দুর্গাপুর, 21 জুলাই: অবশেষে সৌরভ খুনের কিনারা করল পুলিশ ৷ সৌরভের খুনিদের খুঁজতে পুলিশকেও বেশ বেগ পেতে হয় । তদন্তের পর গ্রেফতার করা হল চারজনকে (Saurav Murder Case Arrested four)। বুধবার সকালে সৌরভের বন্ধুকে পুলিশ নিয়ে গিয়ে বিষয়টি জানে তারপরেই সামনে আসে সমস্ত তথ্য । তদন্তের ভিত্তিতে বুধবার রাতে পুলিশের হাতেই ধরা পড়ল তারা । নৃশংসভাবে ভারি বস্তু দিয়ে মাথায় আঘাত করেছিল সৌরভের পাশের বাড়ির বন্ধুর মাসিমা যশোদা বাউড়ি । গায়ে মোবিল ঢেলে সৌরভকে জঙ্গলে ফেলেছিল অভিযুক্ত যশোদা বাউড়ি এবং তার জামাইবাবু, বাবা এবং ভাই ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অণ্ডালের মাধবপুরের সৌরভ বাউরি চলতি মাসের 6 তারিখ তার পাশের বাড়ির বন্ধুর বাড়িতে যায় খেলার জন্য । সেখানেই বন্ধুর মাসিমা যশোদা বাউড়িকে ভেটকি বলে রাগাতে থাকে সৌরভ এবং তার বন্ধু । আর তখনই যশোদা বাউরি সৌরভের মাথায় আঘাত করে ভারি বস্তু দিয়ে । তারপরেই যশোদার বোনের ছেলে তথা সৌরভের বন্ধুকে ঘুম পাড়িয়ে দেয় । ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সৌরভ । তারপরেই অভিযুক্ত যশোদা বাউরি তার জামাইবাবু উমেশ বাউরিকে বিষয়টি জানায় ।