পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জামুড়িয়ায় বোরো অফিসের পাশে উদ্ধার নরকঙ্কাল - death

আসানসোল পৌরনিগমের জামুড়িয়ার 1 নম্বর বোরো অফিসের পাশে এক পূর্ণবয়স্ক ব্যক্তির কঙ্কাল পাওয়া গেল ।

জামুড়িয়ায় বোরো অফিসের পাশে উদ্ধার নরকঙ্কাল

By

Published : Jun 30, 2019, 2:18 PM IST

জামুড়িয়া, 30 জুন : আসানসোল পৌরনিগমের জামুড়িয়ার 1 নম্বর বোরো অফিসের পাশে এক পূর্ণবয়স্ক ব্যক্তির কঙ্কাল পাওয়া গেল । আজ সকালে জামুড়িয়ার 7 নম্বর ওয়ার্ডে দামোদরপুরে বোরো অফিসের পাশেই উদ্ধার হয় কঙ্কালটি । প্রথমে স্থানীয়রা কিছু কুকুরকে কঙ্কালটি নিয়ে টানাটানি করতে দেখেন । জামুড়িয়া থানায় খবর দেন স্থানীয়রা । পুলিশ পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, কঙ্কালটি কৃষ্ণ কর্মকারের (58) । তিনি দামোদর এলাকার বাসিন্দা ছিলেন । কঙ্কালটির পাশে কৃষ্ণ কর্মকারের জামা ও চটি ছিল। 15 দিন আগে নিখোঁজ হয়েছিলেন কৃষ্ণ কর্মকার । তাঁর পরিবার পুলিশে মিসিং ডায়েরি করেছিল।

কৃষ্ণর পরিবারের এক সদস্য বলেন, "15 দিন আগে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যান । তারপর আর বাড়ি ফেরেননি তিনি । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জামুরিয়া থানার পুলিশ ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details