পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Shiksha Ratna Award 2022 : শিক্ষারত্ন পুরস্কার পেতে চলেছেন রানিগঞ্জের দেবাশিস মণ্ডল - Shiksha Ratna Award

শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষারত্নের পুরস্কার পেতে চলেছেন রানিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ডঃ দেবাশিস মণ্ডল । রাজ্য সরকারের শিক্ষা দফতরের পক্ষ থেকে পুরস্কারটি দেওয়া হবে (Shiksha Ratna Award) ৷

Shiksha Ratna Award
শিক্ষারত্ন পেতে চলেছেন রানিগঞ্জের দেবাশিস মণ্ডল

By

Published : Sep 2, 2022, 7:13 PM IST

রানিগঞ্জ, 2 সেপ্টম্বর: আগামী 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস । সেই শিক্ষক দিবস উপলক্ষে রাজ্য সরকারের শিক্ষা দফতরের পক্ষ থেকে শিক্ষারত্ন পুরস্কার পেতে চলেছেন রানিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ডঃ দেবাশিস মণ্ডল (Shiksha Ratna Award) ।

জানা গিয়েছে, রাজ্য সরকারের শিক্ষা দফতর থেকে পুরস্কার চিঠি পৌঁছে দেবাশিস মণ্ডলের কাছে । এই খবর ছড়িয়ে পড়ার পরই আনন্দে মেতেছে রানিগঞ্জ শহরবাসী । অন্যদিকে রানিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে উৎসবের চেহারা দেখা যাচ্ছে । আনন্দে মাতোয়ারা ছাত্ররা । সবমিলিয়ে সাজোসাজো রব বিদ্যালয়ে ।

রানিগঞ্জের দেবাশিস মণ্ডল

আরও পড়ুন:সদাই ফকিরের পাঠশালা, গুরুদক্ষিণা বছরে মাত্র 2 টাকা

শিক্ষা দফতর থেকে শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত ডঃ দেবাশিস মণ্ডল জানান, প্রত্যেক বছর জুলাই মাসে রাজ্য সরকারের শিক্ষা দফতর ওয়েবসাইট পোর্টালে শিক্ষারত্ন অ্যাওয়ার্ড ফর্ম ফিলাপ করতে হয় । ফর্ম ফিলাপ করার পর শিক্ষা দফতর থেকে 30 তারিখে আমার কাছে একটা মেল আসে । মেলে বলা রয়েছে আমাকে শিক্ষারত্নের পুরস্কার 2022 জন্য সিলেক্ট করা হয়েছে । এই স্কুলে ছাত্র ছিলাম ? আমার বাবাও এই স্কুলের শিক্ষক ছিলেন । সেই স্কুলে বিশেষ সম্মান পাওয়ার জন্য আমি গর্বিত । এটা জেলার সম্মান ৷ শিক্ষকদের সম্মান ।

ABOUT THE AUTHOR

...view details