পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Road Accident in Asansol: আসানসোলে মিনিবাস উলটে 2 জনের মৃত্যু, আহত 12 - পথ দুর্ঘটনা

আসানসোলে মিনিবাস উলটে 2 যাত্রীর মৃত্যু হয়েছে (Several People Dead As Minibus Overturns in Asansol) ৷ সেই সঙ্গে 12 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷

two-people-dead-as-minibus-overturns-in-asansol
two-people-dead-as-minibus-overturns-in-asansol

By

Published : Dec 13, 2022, 7:18 PM IST

আসানসোলে মিনিবাস উলটে 2 জনের মৃত্যু

আসানসোল, 13 ডিসেম্বর: নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল দ্রুত গতিতে আসা একটি মিনিবাস ৷ ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন 12 জন ৷ ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার অন্তর্গত কাল্লা রোডে আরপিএফ ব্যারেকের সামনে (Several People Died As Minibus Overturned in Asansol) ৷ মঙ্গলবার দুপুরে আসানসোল-গিরমিন্ট রুটের মিনিবাসটি ওই পথ দিয়ে যাচ্ছিল ৷ বাসটির বেপরোয়া গতিতে ছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ৷

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বাসটির সামনে একটি স্কুটার চলে আসায় বাসটি স্কুটারটিকে বাঁচাতে যায় ৷ যদিও বাসের গতি নিয়ন্ত্রণে না-থাকায় বাঁচাতে তা প্রথমে স্কুটারে ধাক্কা মারে, এরপর তা আরপিএফ ব্যারাকের পাঁচিলে ধাক্কা মারে ৷ ফলে পাঁচিল ভেঙে বাসটি উলটে যায় ৷ মিনিবাসের ভিতর থাকা যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করেন ৷ সেই চিৎকার শুনে আরপিএফ ব্যারাক থেকে জওয়ানরা ছুটে আসেন ৷ তারাই প্রাথমিক উদ্ধারকাজে হাত লাগান ৷ আরপিএফ জওয়ানদের সঙ্গে স্থানীয়রাও উদ্ধার কাজ শুরু করে ৷ পরে আসানসোল উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে যায় ৷

আরও পড়ুন:নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নীচে পড়ল ট্রাক, মৃত্যু চালকের

এই দুর্ঘটনায় 12 জন আহত হওয়ার খবর মিলেছে ৷ এদের মধ্যে 9 জনের অবস্থা আশংকাজনক ৷ আহতদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক ৷ জানা গিয়েছে মৃত 2 জনের মধ্যে একজন ইসিএল কর্মীও রয়েছেন ৷ আহতদের চিকিৎসা চলছে আসানসোল জেলা হাসপাতালে ৷ পরে ঘটনাস্থলে আসেন আসানসোল রেল ডিভিশনের ডিআরএম পরমানন্দ শর্মা ৷ আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডিসি সেন্ট্রাল-সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছান ৷ উদ্ধারকাজ শেষ করে বাসটিকে ক্রেন দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details